কলকাতা: অবশেষে নির্ধারিত হল মুক্তির তারিখ। আগামী ২৬ জানুয়ারি (26 January), প্রজাতন্ত্র দিবসেই (Republic Day) মুক্তি পেতে চলেছে অরুণ রায় (Arun Roy) পরিচালিত ও কেএসএস প্রোডাকশনস (KSS Productions) প্রযোজিত বহু প্রতীক্ষিত ছবি '৮/১২' (8/12)। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে রক্ষা করতে বিনয়-বাদল-দীনেশের বীরগাঁথাকে স্মরণ করেই তৈরি হয়েছে এই ছবি। মুখ্য তিন চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়কে। অন্যান্য অজস্র গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তীকে।


সৌম্য ঋতের পরিচালনায় ছবির সঙ্গীত ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ছবির মুক্তি তারিখ ঘোষণা করে খুবই উচ্ছ্বসিত প্রযোজক কান সিং সোধা। তিনি বলেন, "৮/১২" (বিনয় বাদল দীনেশ বীরগাঁথা) ছবিটি আমাদের সকলের কাছে বিশেষ একটি কাজ কারণ এই ছবিতে আমরা দেশের নাসকদের শ্রদ্ধা জানিয়েছি। অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পর আমরা ২৬ জানুয়ারি, ছবিটি রিলিজ করানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথমে মুক্তির তারিখ নিয়ে ধন্দ্বে ছিলাম। তবে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের সমর্থনে, আমরা বাংলার তিন সাহসী হৃদয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের থিয়েটারের পাশে দাঁড়াতে  প্রজাতন্ত্র দিবসে ছবিটি রিলিজ করানোর সিদ্ধান্ত নিয়েছি।'


আরও পড়ুন: New Bengali Film: প্রেমে-অপ্রেমে মিষ্টিমুখ করাতে আসছে 'সন্দেশ'


প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বিবাদি বাগে, ছবির ট্রেলার লঞ্চ হয়। '৮/১২' ছবির ট্রেলার লঞ্চ সেই বিশেষ দিনেই করা হয়, ১৯৩০ খ্রীষ্টাব্দে যেই দিন রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত, অর্থাৎ ৮ ডিসেম্বর। অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দিতে ও ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করতে তাঁদের দুঃসাহসিক অভিযান চালান। '৮/১২' ছবির মধ্যে দিয়ে সেই ঐতিহাসিক ঘটনাই পরিবেশিত হতে চলেছে দর্শকদের সামনে। 


অরুণ রায় এর আগে 'এগারো', 'হীরালাল' ইত্যাদি ছবি পরিচালনা করেছেন। বিনয় বসুর ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন রেমো।