সমীরণ পাল, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী: এবার পুজোপ্রাঙ্গনে দাঁড়িয়ে বাংলায় শপথ নিলেন রাজ্য়পাল। যা রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতে নতুন মাত্রা যোগ করল। বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল (Governor CV Ananada)। কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল (TMC)। 


রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন কার্যত শপথ করেন বলেন, আসুন, আজ এই শপথগ্রহণ করি যে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।


বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল। দুর্নীতি আর হিংসাকে তুলনা করলেন মহিষাসুর আর রক্তবীজের সঙ্গে।  


রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) কথায়, যেমন মা দুর্গা, মহিষাসুর, রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। ভগবান বিষ্ণু যেমন অসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। আমরা নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি, স্বামী বিবেকানন্দের নামে শপথ করছি, আমরা শেষ পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ব। মা দুর্গার নামে শপথ করছি।


বাংলায় রাজনৈতিক হিংসার বিরাম নেই তার মধ্যেই শিক্ষায় নিয়োগ থেকে বদলি। পুরসভায় নিয়োগ, সমবায়ে লোন, রেশন বণ্টন, গরু পাচার, কয়লা পাচার। দুর্নীতির একাধিক মামলায় রাজ্যে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ED ও CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি।  তা নিয়ে তৃণমূল (TMC) -বিজেপি (BJP) চাপানউতোর নিত্যদিনের ঘটনা। এবার পুজোপ্রাঙ্গনে দাঁড়িয়ে রাজ্যপালের (Governor) বাংলায় শপথ সেই সংঘাতে নতুন মাত্রা যোগ করল।       


রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই দেবীপক্ষের প্রথম দিনেই দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়ি থেকে গড়িয়াহাট হিনদুস্তান ক্লাব সর্বজনীন-সহ দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোন রাজ্যপাল। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথাও বলেন সি ভি আনন্দ বোস।                                            


আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা