কলকাতা: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) বার্তা সরাসরি সম্প্রচারে মিলল না পুলিশের অনুমতি। আর তা সরাসরি সম্প্রাচারের উদ্যোগ নিয়েছিল বিজেপি। বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ নেয় গেরুয়া শিবির। যদিও রাজ্যের বেশ কিছু জায়াগায় অনুমতি নেই বলে বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে জোড়াসাঁকো, বিজেপির যুব মোর্চার সদস্যদের সঙ্গে পুলিশের বচসা হয়। ভিআইপি রোড ও  হুগলির ব্যান্ডেলেও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের অনুমতি পেল না বিজেপির যুব মোর্চা। প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁরা।


কলকাতায় বিক্ষোভ: উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার নিয়ে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গণেশ টকিজে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপি যুব মোর্চা। পুলিশ আপত্তি জানানোয়, এরপর তারাসুন্দরী পার্কে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। সেখানে হাজির ছিলেন অগ্নিমিত্রা পাল, বিজেপি কাউন্সিলর বিজয় ওঝারা। পুলিশ বাধা দেওয়ায় বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। বিজেপির দাবি, প্রথমে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের অনুমতি না মেলায়, সরিয়ে নেওয়া হয় গণেশ টকিজে। সেখানেও আপত্তি জানায় পুলিশ। একইভাবে পুলিশের অনুমতি না মেলায়, শ্যামবাজারে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখায়। মেট্রো স্টেশনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পুলিশ সূত্রে খবর, গতকালই লালবাজারের তরফে অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর পুলিশি অনুমতি ছাড়াই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ নিলে বিজেপি যুব মোর্চার কর্মীদের বাধা দেয় শ্যামপুকুর থানার পুলিশ। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। 


ব্যান্ডেলেও ধুন্ধুমার: হুগলির ব্যান্ডেল স্টেশনেও প্রধানমন্ত্রীর বার্তা সম্প্রচারে পুলিশি বাধার মুখে পড়ল বিজেপি যুব মোর্চা। ঘটনাস্থলে হাজির হন চুঁচুড়া থানার IC। অনুমতি নিয়েই রেলের জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল, দাবি বিজেপি যুব মোর্চার। রেলের জায়গায় কর্মসূচি কীভাবে আটকাতে পারে পুলিশ, প্রশ্ন বিজেপির। ব্যান্ডেল স্টেশনে যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা।                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Weather Update: কুয়াশার চাদরে মোড়া একাধিক জেলা, ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে