কলকাতা: ধেয়ে আসছে 'দানা', দিঘা-তাজপুরে শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি। উপকূলের আরও কাছে এসে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। পারাদ্বীপ থেকে 'দানা'র দূরত্ব ১৫০ কিমি, অন্যদিকে ধামারা থেকে ১৮০ কিমি দূরে। মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। আর এই দানার প্রভাবে, ব্যহত পরিবহণ ব্যবস্থা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন মিলিয়ে কী কী ট্রেন বাতিল করা হয়েছে? দেখে নেওয়া যাক এক নজরে।


দানার হানার মোকাবিলায় সতর্ক রেল থেকে বিমান। আগেই ট্রেনের চাকায় শিকল পড়েছিল... আর পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ , বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। শিয়ালদার পাশাপাশি শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পুর্যন্ত হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।


লোকাল ট্রেনের পাশপাশি দুর্যোগ থেকে বাঁচতে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী, হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই সেন্ট্রাল মেল, কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস এবং, শুক্রবার হাওড়া থেকে দিঘাগামী ২টি ট্রেন ও দিঘা থেকে হাওড়া আসার একটি ট্রেনও বাতিল করা হয়ে।


দানার প্রভাবে বাতিল করা হয়েছে একটি চক্ররেল। বাতিল করা হয়েছে ১০টি আপ এবং ৯টি ডাউন লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। বাতিল করা হয়েছে ১১টি আপ এবং ৯টি ডাউন শিয়ালদা বারাসাত লোকাল। বাতিল করা হয়েছে ১১টি আপ এবং ৯টি ডাউন শিয়ালদা হাসনাবাদ লোকাল। বাতিল করা হয়েছে দুটি ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল। বাতিল করা হয়েছে ১টি আপ ও ২টি ডাউন লক্ষ্মীকান্তপুর বারুইপুর লোকাল। বাতিল করা হয়েছে ১৫টি আপ ও ১৫টি ডাউন শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল। বাতিল করা হয়েছে ৪টি আপ ও ৭টি ডাউন শিয়ালদা সোনারপুর লোকাল।  বাতিল করা হয়েছে একটি আপ ও একটি ডাউন সোনারপুর বারুইপুর লোকাল। বাতিল করা হয়েছে ৭টি আপ ও ৯টি ডাউন শিয়ালদা বারুইপুর লোকাল। বাতিল করা হয়েছে ১৩টি আপ ও ১১টি ডাউন শিয়ালদা ক্যানিং লোকাল। বাতিল করা হয়েছে ৩টি আপ ও ৪টি ডাউন সোনারপুর ক্যানিং লোকাল। বাতিল করা হয়েছে ১৫টি আপ ও ১০টি ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। বাতিল করা হয়েছে ১৫টি আপ ও ১৪টি ডাউন শিয়ালদা বজবজ লোকাল।


ঘূর্ণিঝড় দানার জেরে কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা। বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।৩০৯টি বিমান বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার জেরে ওড়িশায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাবুঘাটের বাস টার্মিনাসে পুরীগামী প্রায় সব বাসই যাত্রী শূন্য। ধর্মতলা বাস টার্মনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহরণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। 


দুর্যোগের আশঙ্কায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ক্যানিংয়ের একাংশে বন্ধ ফেরি চলাচল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, নৈহাটি, হাসনাবাদে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ভেসেল পরিষেবাও। মানুষকে সতর্ক করতে ফেরিঘাটগুলিতে লাগাতার মাইকে প্রচার করেন ফেরিঘাট কর্মীরা। ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্তও। দুর্যোগের মাঝে বিপদ এড়াতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া নন্দীগ্রামেও বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।


আরও পড়ুন: Nilanjana on Jisshu: 'জীবনে কখনও সব ওলট-পালট হয়ে যায়....', যীশুকে ইঙ্গিত করে বার্তা দিলেন নীলাঞ্জনা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।