ওয়েলিংটন: প্রিয়জনকে বিমানবন্দরে ছাড়তে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। বিদায়ী আলিঙ্গনে খেই হারিয়ে ফেলি সময়ের, আরও কিছুক্ষণ তাঁকে ধরে রাখতে চাই বাহুডোরে। কিন্তু বিমানবন্দরে দীর্ঘ আলিঙ্গনে আপত্তি উঠে এল এবার। নিউজিল্যান্ডের একটি বিমানবন্দর বিদায়ী আলিঙ্গনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিল, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। (Viral News)


নিউজিল্যান্ডের ডানেডিন শহরে বিমানবন্দর বিদায়ী আলিঙ্গনের সময়সীমা বেঁধে দিয়েছে। মৌখিক বা লিখিত বার্তা নয়, বিমাবন্দরের সর্বত্র সাইনবোর্ড টাঙিয়েছে তারা, যাতে লেখা, 'সর্বোচ্চ তিন মিনিটের আলিঙ্গন। বিদায়ে অনুরাগ জানাতে ব্যবহার করতে পারেন কার পার্কিং'। বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায়, জায়গায় জায়গায় ওই সাইনবোর্ড টাঙানো রয়েছে। (Three Minutes Hug Rule)


সেপ্টেম্বর মাস থেকে ওই বিমানবন্দরে বিদায়ী আলিঙ্গনে কোপ পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, সবকিছু যাতে মসৃণ ভাবে চলে, তার জন্যই এমন সিদ্ধান্ত। দীর্ঘ ক্ষণ আলিঙ্গনবদ্ধ অবস্থায় যদি সকলে থাকেন, বিমানবন্দরে অচলাবস্থা তৈরি হবে, যেতে আসতে বাধাপ্রাপ্ত হবেন মানুষজন, এমন তত্ত্বও উঠে এসেছে। কিন্তু বিষয়টি সামনে আসতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। 



সোশ্যাল মিডিয়া এ নিয়ে মতামত তুলেধরেছেন সাধারণ মানুষ।  একজন লেখেন, 'মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েইছে। এখন আবার আলিঙ্গনেও সময়সীমা'? 'কে, কাকে, কতক্ষণ আলিঙ্গন করবেন, তা অন্য কেউ বেঁধে দেবেন কেন', এই প্রশ্নও করেছেন কেউ কেউ। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড়। ওই বিমানবন্দরের সিইও ড্যান ডি বোনোর মতে, তিন মিনিট যথেষ্ট সময়। আলিঙ্গনের জন্য ২০ সেকেন্ড যথেষ্ট বলে মত তাঁর। কোনও কিছুই বেশি ভাল নয় বলে মন্তব্য করেছেন তিনি। 


বিমানবন্দরে এমন অদ্ভুত নিয়ম-কানুন যদিও এই প্রথম নয়। ডেনমার্কের আলবগ বিমাবন্দরে তিন মিনিটের বেশি চুম্বন নিষিদ্ধ। পরিষ্কার ভাষায় সাইনবোর্ডে লেখা রয়েছে, 'চুম্বন এবং বিদায়। তিন মিনিটের বেশি চুম্বন নয়'। ভারতে এমন সময়সীমা বেঁধে দেওয়া নেই যদিও। কিন্তু ভারতে সাধারণত গোটা পরিবার মিলে কাউকে বিমানবন্দরে ছাড়তে যাওয়া হয়, তাতে বিদায় জানাতে অনেকটাই সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে মা-বাবা সন্তানকে বিমানবন্দরে ছাড়তে যান। কেউ বিদেশে পড়তে যান, বা ভিন্ রাজ্যে কাজে যান। সেক্ষেত্রে অনেক দিন দেখা-সাক্ষাতের সম্ভাবনা থাকে না। তাই সন্তানকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিভাবকরা। সেক্ষেত্রেও বেশি সময় লেগে যায়। তাই এমন বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।