নয়াদিল্লি: মাঝ আকাশে বিমানে আগুন-আতঙ্ক। অল্পের জন্য রক্ষা যাত্রীদের। সকাল ৬টা ১০-এ দিল্লি (Delhi) বিমানবন্দর থেকে উড়েছিল জব্বলপুরগামী (Jabalpur) স্পাইসজেটের বিমান। বিমানে ছিলেন ৫০ জন যাত্রী। ৫ হাজার ফুট উচ্চতায় বিমানের কেবিন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করানো হয়। নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের।


বিমানে আগুন-আতঙ্ক: সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী,  বিমান সংস্থার এক মুখপাত্র জানান, এদিন সকালে দিল্লি থেকে জব্বলপুর গামী বিমানে যাত্রীরা দেখতে পান ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় মাটি থেকে ৫ হাজার ফুট উচ্চতায় ছিল বিমানটি। প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদ সংস্থার ট্যুইট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এরপরই দিল্লি বিমানবন্দরে এই বিমান অবতরণ করা হয়। 


 





এর আগে জুন মাসে টেক অফের পর ইঞ্জিন বিকল হয়ে মাঝ আকাশে বিমানে আগুন লেগে যায়। পাইলটের তত্পরতায় পাটনা বিমানবন্দরে ফেরত এসে জরুরি অবতরণ বিমানের। এএনআই সূত্রে জানা যায়, মাঝ আকাশে কোনও রকম সমস্যার কারণে বিমানটির বাঁদিকে উইংয়ে আগুন দেখা যায়। ধোঁয়া বেরোতে থাকে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেন, 'বিমানের বাঁদিকের ডানায় আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে অবতরণ করানো হয় বিমানটিকে। দুটি ব্লেডও বেঁকে গিয়েছিল।ফুলেশ্বরী শরিফের বাসিন্দারা ওই বিমানটি দেখতে পান, তাঁরাই সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দিয়েছেন।' আপাতত মনে করা হচ্ছে যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনার মূল কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। 


আরও পড়ুন: Passport Renewal: পাসপোর্ট রিনিউ করতে চান ? স্লট বুকিং থেকে ফর্ম পূরণ করুন এইভাবে