পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: রেশন-দুর্নীতিকাণ্ডে ED-র হাতে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের (Bakibur Rahman Update) বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। চিনার পার্কে কলকাতা বিমানবন্দরের কাছে হোটেল রয়েছে বাকিবুরের। এছাড়া, বেঙ্গালুরু রয়েছে হোটেল। কৈখালিতে ফ্ল্যাটের পাশেই রয়েছে পানশালা। বাকিবুরের গ্যারাজে রয়েছে পোর্শে, বিএমডব্লু, ল্যান্ড রোভার-সহ একাধিক দামি গাড়ি। চালকল, গম মিল, একাধিক হোটেল, বাকিবুর রহমানের এই বিপুল সম্পত্তির উৎস কী? নেপথ্যে প্রভাবশালী যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে ED।
বিপুল সম্পত্তির হদিশ: বাকিবুর রহমানের সম্পত্তির হিসেব দেখলে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। চালকল, গমকল, পানশালা থেকে একাধিক হোটেল। পোর্শের মতো একাধিক বহুমূল্যের গাড়ি। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাড়ি কাড়ি টাকা। রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে সম্পত্তির ভাণ্ডারে কী নেই? বৃহস্পতিবার কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার অন্যতম ছিল কৈখালিতে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাট। পাশাপাশি বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের ঠিকানাতেও হানা দেয় ED. ইডি সূত্রে দাবি, দুটি জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এমনকি, লুকিয়ে রাখা কয়েকটি মোবাইলও উদ্ধার করেন অফিসাররা। এর পাশাপাশি চিনার পার্কে কলকাতা বিমানবন্দরের কাছে হোটেলের হদিশও মিলেছে। শুধু এরাজ্যই নয়, বেঙ্গালুরুতেও রয়েছে বাকিবুরের হোটেল।
ED সূত্রে দাবি, বাকিবুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালেরও কাজ চলছিল। এদিকে, আশ্চর্যজনকভাবে, মন্ত্রী ঘনিষ্ঠের একাধিক রাইস মিল রয়েছে একই ঠিকানায়। ইডি সূত্রে দাবি, ব্যবসায়ী বাকিবুর রহমান অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। রাজ্যের এক মন্ত্রীর ডান হাত হিসেবেই লোকে বাকিবুরকে চেনে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্ন, এত টাকা বাকিবুরের কাছে এল কোথা থেকে? বিপুল এই টাকার সঙ্গে কি কোনও দুর্নীতির যোগ রয়েছে? অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির টাকাই ঘুরপথে বিনিয়োগ করছেন না তো বাকিবুর রহমান? কতদিনের মধ্য়ে এই বিনিয়োগ হয়েছে?
আরও পড়ুন: Deadbody Recover: তর্পণ করতে গিয়ে তলিয়ে মৃত্যু, রাতভর তল্লাশির পর উদ্ধার তিন জনের মৃতদেহ