সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাতভর তল্লাশির পর, বালি ব্রিজের কাছে গঙ্গায় উদ্ধার হল ৩ জনের মৃতদেহ (Deadbody Recover)। গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে তর্পণ করতে গিয়ে চারজন তলিয়ে যান। উদ্ধারকাজে দেরির অভিযোগে রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তাও অবরোধ করা হয়।
রাতভর তল্লাশির পর উদ্ধার মৃতদেহ: পিতৃপুরুষের নামে তর্পণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। মহালয়ার দিন সকালে তিন জেলায় তলিয়ে যান ৬ জন। নিখোঁজদের সন্ধানে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশ কমিশনার নিজে স্পিড বোটে চড়ে তল্লাশি চালান। চন্দননগর পুলিশের আধিকারীকরা তল্লাশি অভিযানে থাকেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রিজের কাছ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। দুই জেলা মিলিয়ে এখনও ২ জন নিখোঁজ। সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ-সহ ৫টি দল তল্লাশি চালাচ্ছে। গঙ্গার দু’পাড়ের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। গতকাল, উত্তর ২৪ পরগনার পানিহাটির গিরিবালা ঘাটেও একই ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে গঙ্গায় তর্পণ করতে এসেছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। জলে নামার সময় পা পিছলে তলিয়ে যান বছর ষাটের ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। খড়দা থানার পুলিশও ঘটনাস্থলে যায়।
গতকাল হিন্দমোটর ঘাটে তর্পণ করতে গিয়ে বানের তোরে ভেসে যান কয়েকজন। তাঁদের মধ্যে চার জনকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। উদ্ধার কাজে দেরি হওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এরপরই রাতেই আলো জ্বেলে স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করা হয়। রাতভর তল্লাশির পর উদ্ধার হয় তিন জনের মৃতদেহ।
পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে শনিবার প্রতিবেশীদের সঙ্গে অজয়ে তর্পণ করতে যান বামুনাড়ার বাসিন্দা শ্রীধর চট্টোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যান ৬৫ বছরের ওই প্রৌঢ়। একঘণ্টা পর তাঁকে উদ্ধার করেন স্থানীয়রাই। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: Birbhum News: সিউড়িতে স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ, আটক তিন