সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হাবড়ায় প্রচারে গিয়ে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার চালানোর হুমকি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে নির্বাচনী রোড শো আগেই এই বিস্ফোরক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। 


কী প্রসঙ্গে এমন হুমকি ?


পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে স্বপন মজুমদার সরাসরি আক্রমণ করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলবন্দি। তাঁর কথা টেনে তৃণমূলের পুর-চেয়ারম্যানকে  হুঁশিয়ারি দেন তিনি। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ চালিয়ে গেলে  শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসাতের বিজেপি প্রার্থী।


শুক্রবার হাবড়ায় দলীয় প্রার্থীর মিছিলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হাবড়ায় তৃণমূলের জামানত জব্দ হবে বলেও ভবিষ্যদ্ববাণী করেন স্বপন মজুমদার। তাঁর অভিযোগ, পৌরপ্রধান পুকুর ভরাট করে নিজের একটি বেসরকারি স্কুলের বিল্ডিং বানিয়েছেন । এই খবর স্থানীয় সূত্রে পেয়েছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। তৃণমূলের এসব কীর্তি সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে হুঙ্কার দেন ।


স্বপনের দাবি, ঘটনা যদি সত্যি হয় তদন্ত করে দেখা হবে, প্রয়োজনে সেই পুকুর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। ভোটের প্রচারের আগে এমনই বিস্ফোরক বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।


হাবড়ায় শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে একটি রোড শো করেন স্বপন মজুমদার। বিস্ফোরক ভঙ্গিতে স্বপন মজুমদার বলেন ,'সারা বাংলাতেই বুলডোজার চলবে বুলডোজার চলবে হাবরাতেও। অর্থের জন্য এই তৃণমূল সব রকম অনৈতিক কাজ করতে পারে ' 


এই অভিযোগের জবার দিতে দেরি করেনি তৃণমূল। 'পুরসভার কথা না ভেবে সংসদীয় এলাকার জন্য কী উন্নয়ন করবেন, তা নিয়ে প্রচার করুন',  দুর্নীতি-যোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের পুর-চেয়ারম্যান। পৌরপ্রধান নারায়ণ সাহা বলেন,' উনি বারাসাত সংসদীয় এলাকায় লড়তে এসেছেন নাকি পৌরসভার ভোটে লড়বেন ! সংসদীয় এলাকায় কী কাজ করবেন সেটাই ওঁর ভাবা প্রয়োজন। হাবরাতে কোনও বেআইনি কাজ হয়নি বরং উনি খোঁজ নিন পূর্বতন হাবরার বিজেপি পৌরপ্রধান শিবরতন কোঠারি কত অবৈধ নির্মাণ করেছিলেন। তার জবাব আগে দিন। ' 


এখন বারাসাতের মানুষ কাকে নির্বাচিত করেন, তা জানা যাবে ৪ জুন।