সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশ সুত্রে খবর, পুরনো একটি মামলায় বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন ওই নেতা। কারও বিরুদ্ধে মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবেই, প্রতিক্রিয়া তৃণমূলের।
ঠিক কী হয়েছিল ?
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। মেদিনীপুরের বার্জটাউন এলায় বিজয় মিছিল বের করে তৃণমূল। বিজেপির অভিযোগ, মিছিল থেকে দলের জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের বাড়ি লক্ষ করে বোমা মারা হয়। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে মেদিনীপুরের কেরানিটোলা থেকে কালেক্টরেট মোড় যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি'র নেতাকর্মীরা।
'গণতন্ত্রের লজ্জা, আমার বাড়িতে হামলা, আমাকেই গ্রেফতার'
সেখানে ছিলেন অভিযোগকারী বিজেপি নেতাও। কিছুক্ষণ পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। যাঁর বাড়িতে বোমা মারার অভিযোগ, গ্রেফতার করা হয় সেই বিজেপি নেতাকেই। বিজেপি জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন,'গণতন্ত্রের লজ্জা। আমার বাড়িতে হামলা, আমাকেই গ্রেফতার।' কীসের জন্য গ্রেফতার? প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন,'জানি না। পুলিশ কীসের জন্য গ্রেফতার করেছে।'
'কারও বিরুদ্ধে যদি মামলা থাকে, তার বিরুদ্ধে পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে'
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, 'কারও বিরুদ্ধে যদি মামলা থাকে, কারও বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে, এটা তো স্বাভাবিক। এখানে রাজনীতির কোনও বিষয় নেই। যদি এই ধরণের কোনও ঘটনা থাকে, নির্দিষ্টভাবে যারা যারা করেছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করুক। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যা ব্যবস্থা করুন, তৃণমূল কংগ্রেস কোনও হস্তক্ষেপ করবে না।' পুলিশ সুত্রে খবর, পুরনো একটি মামলায় বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন বিজেপি নেতা।সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তীব্র গরমের আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
গত সপ্তাহে সবে ভোট মিটেছে। গতকাল ফল বেরিয়েছে। এরই মধ্য়ে কোথাও বোমাবাজি, কোথাও বাড়িতে হামলা। ভোটের রেজাল্টের পরই একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।