কলকাতা: রাত পেরোলেই শনিবার। সাপ্তাহিক ছুটিতেও কি অস্বস্তি থেকে রেহাই মিলবে ? অনেকেই ছোটখাট ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু অফিসে বেরিয়েই দরদর করে ঘামছেন। ঘুরতে গেলে যে কী হবে, তা ভাবতেই চিন্তা হচ্ছে, রাজ্যবাসী। তবে এই অস্বস্তির জন্য অনেকটাই দায়ি আর্দ্রতা। কিন্তু কবে মিলবে স্বস্তি ? বর্ষায় কি অবশেষে প্রাণ জুড়োবে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal) ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল মৌসম ভবন (Weather Office)।


হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল ৮ জুন গরম থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ১০ তারিখ অবধি কমবেশি এই জেলাগুলিতে এমনই আবহাওয়া বজায় থাকবে। এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ১০ তারিখ তাপপ্রবাহ বইতে পারে বলে সতর্কবার্তা রয়েছে। 


মূলত কেরলে বর্ষা ঢুকে পড়লেও বাংলার এখনও সেই সৌভাগ্য হয়নি। এদিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতা ক্রমশ উর্ধ্বমুখী। আজ সকাল সাড়ে ৮ টা নাগাদ  কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৭৬ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশায় প্রায় সকলেই। এদিন সন্ধ্যার পর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারই পাশাপাশি হাওয়া অফিস বলে বৃষ্টিতে তেমন একটা স্বস্তি মিলবে না। যদিও মুদ্রার অন্য পিঠেই তখন পৃথক সমীকরণ। দক্ষিণ ভারতে বর্ষা ঢুকতেই, আগামী ৩ থেকে ৪ দিন মনোরম আবহাওয়া থাকবে মহারাষ্ট্রের একাংশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের কিছু এলাকা, ছত্তিশগড়, ওড়িশায়। কিন্তু বাংলায় তাহলে বর্ষা ঢুকবে কবে ? হাওয়া অফিস জানিয়েছে,  দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২ থেকে ৩ দিন দেরি হতে পারে।


তবে তার আগে  গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রাজ্যের একাধিক জেলায়।  ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। ১০ তারিখ অবধি এই অস্বস্তি থাকবে কলকাতাতেও। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুন, ভোটের কাজের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো টাকা নয়ছয় হয়েছে : কৃষ্ণনগরের BJP প্রার্থী অমৃতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।