সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দীপ্সিতা ধরের (Dipshita Dhar) "মিস্টার ইন্ডিয়া" VS কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) "মিস ইউনিভার্স"! বুধবার সকালে শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলিম পাড়ায় প্রচার কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেইসময় সেখানে চলে আসে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের প্রচার মিছিল।     


প্রথমে সিপিএমের মিছিলকে জায়গা করে দিতে দেখা যায় তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সিপিএমের মিছিল খানিকটা এগিয়ে যেতেই জয় বাংলা ও সিপিএমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 


পাল্টা স্লোগান দেন সিপিএমের কর্মী সমর্থকরাও। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে ফের কটাক্ষ করেন সিপিএম প্রার্থী। তিনি বলেন, 'আমি তো ওনাকে খুঁজছিলাম। আমি দেখতে পেলাম না। মনে হয় ওনার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনও পরে আছেন।আমি তো এখনও ওনাকে দেখতে পায়নি। উনি তো রাস্তায় নেমেছেন।'


শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেখবে কী করে। সবাই তো দেখতে পাচ্ছে। ও তে মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত এভাবে চালিয়েই যাবে। আর আমাকেও বলে যেতে হবে। ৯ বছর ধরে JNU-তে পড়াশোনা করছে। থিসিস সাবমিট করতে পারছে না, কতবড় পণ্ডিত বলো। হেরে ভূত হয়ে চলে যাবে, আবার চলে যাবে। কোনও আন্দোলনের সঙ্গে জড়িত নয়।' 


আরও পড়ুন, প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সেই টিপস


এদিকে, শ্রীরামপুরের সিপিএম প্রার্থী বলেন, 'কদিন পর আরও রাস্তায় ওনাকে নামতে হবে। ৪ তারিখের পর উনি তো আর এমপি থাকবেন না। তখন রাস্তায় নামতে হবে আবার।' 


এই প্রথম নয়। এর আগেও একে অপরকে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল ও সিপিএম প্রার্থী। দীপ্সিতা বলেছিলেন, এমন একজন MP রেখে লাভ কী, যাঁকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না, মিস্টার ইন্ডিয়া। তাতে হাতে ঘড়ি পরলে অনিল কপূর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই। 


সেই কটাক্ষ আর পাল্টা কটাক্ষের ধারা বজায় রইল এদিনও।                                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে