কলকাতা: শনিবার শেষ দফা ভোট। তার আগে শুক্রবার থেকে বৃষ্টির (Weather Forecast) জেরে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) একাধিক বুথের সামনে জমেছে জল। আবহাওয়া দফতরের আগেই পূর্বাভাস ছিল সপ্তম দফায় ভোটের দিন বৃষ্টি হবে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি হওয়ার কথা। অর্থাৎ, ভোটের এলাকায় বৃষ্টি হবে। তার আগে শুক্রবার থেকেই সমস্যায় পড়লেন ভোটকর্মীরা। ডিসিআরসি সেন্টার থেকে ভোটের জিনিস নেওয়া, যাবতীয় নথি নেওয়ার কাজ রয়েছে ভোটকর্মীদের। বৃষ্টির কারণে সেই কাজে সমস্য়ায় পড়েছেন তাঁরা।


সপ্তম দফায় চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া (Kolkata Weather)। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা। নামখানা ব্লকের দেবনগর চাঁদপুর প্রাথমিক বিদ্য়ালয়ের প্রিসাইডিং অফিসার অজয় বৈদ্য় বলেন, 'বৃষ্টিতে চিন্তিত আমরা। মাঠ ঘাটে জল জমে সমস্য়ায় হতে পারে। ভোটাররা ভোট দিতে এলে সমস্য়া হতে পারে।'


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে। টানা বৃষ্টি হলে শনিবার ভোটগ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের। নামখানার বিডিও অমিত সাহু বলেন, 'আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া প্রয়োজন মতো পাম্প দিয়ে জল বের করে দেওয়ার কাজ করব। ভোট কর্মী এবং ভোটারদের যাতে অসুবিধা না হয় তা দেখা আমার দায়িত্ব।'


শেষ মুহূর্তের প্রস্তুতি:
DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। শনিবার ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। 


আবহাওয়ার পূর্বাভাস কী রয়েছে?
আগামী ৭ দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আজ, কাল, পরশু দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। ৩ জুন থেকে ৬ জুন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'দমদম মানে দাওয়াই...' মদন-বক্তব্যে ভোটের আগে বিতর্ক দমদমে