কলকাতা: ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে (BJP Leader  Soumitra Khan) নেতৃত্বের তলব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব। রাজ্য নেতৃত্ব নিয়ে বেসুরো সৌমিত্র, কথা বলল নেতৃত্ব। অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কথা। রাজ্যে সাংগঠনিক দায়িত্ব বাড়ার দাবি বিজেপি সাংসদের।


সুজাতার বিপরীতে  দাঁড়িয়ে খুব সামান্য ব্যবধানেই শেষ হাসি হাসেন সৌমিত্র খাঁ


চলতি লোকসভায় অন্যতম কেন্দ্র ছিল বিষ্ণুপুর। যেখানে  বিজেপির তরফে প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন সৌমিত্র খাঁ। অপরদিকে, তার বিপরীতে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সুজাতা মণ্ডল। বলাইবাহুল্য , তাই সকলেরই নজর ছিল এই কেন্দ্রে। কে জিতবে, এনিয়ে কম জল্পনা হয়নি। যদিও এই কেন্দ্রে খুব সামান্য ব্যবধানেই শেষ হাসি হাসেন সৌমিত্র খাঁ।


২০১৪ সালে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার গ্রাফ ক্রমশ উপরে উঠতে থাকে


২০১১ সালে কংগ্রেস প্রার্থী হয়ে সৌমিত্র খাঁ জয় এনেছিলেন কোতলপুর বিধানসভায়। তার ঠিক দুই বছর পরেই তিনি দল বদল করে তৃণমূলে যান। ২০১৪ সালে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার গ্রাফ ক্রমশ উপরে উঠতে থাকে। তৃণমূলের হয়ে জয় আনেন তিনি। সেবার তিনি বিষ্ণুপুরের সাংসদ হন। এদিকে উনিশের লোকসভা নির্বাচনের আগে ফের করেন দল বদল। এবার তিনি যান বিজেপিতে। দলবদলেও তাঁর জয় অটুট থাকে।


দল বদলের জল্পনা শুরু


২০১৯ সালে বিজেপির প্রার্থী পদে লড়াই করে দ্বিতীয়বারের জন্য তিনি বিষ্ণুপুরের সাংসদ হন। এদিকে ২০২৪ এর লোকসভা ভোটেও তিনি গতবারের ধারা বজায় রেখেছেন। তবে জয়ের পর, সৌমিত্রের মুখে শাসকদলের প্রশংসা শোনা যায়। আর রাজ্য বিজেপির বিরুদ্ধে বেসুরো হন তিনি। এনেছেন অভিযোগও। গেরুয়া শিবিরের কারও কারও সঙ্গে তৃণমূলের সেটিং তত্বের অভিযোগ তোলেন। আর এর পরেই ফের তাঁর দল বদলের জল্পনা শুরু হয়েছে। 


আরও পড়ুন, রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস : সৌগত রায়


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।