কলকাতা: তৃণমূলে থাকাকালীন বরানগরে তার পরপর জয়। যদিও লোকসভা ভোটের ঠিক আগেই দল ছেড়েছিলেন তাপস রায় (Tapas Roy)। যদিও তৃণমূল ছেড়ে তাঁর বিজেপিতে যোগদানটা, মোটেই ব্যারাকপুরের ছায়া ফেলে না। তবুও প্রসঙ্গ ওঠে। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী পদে দাঁড়ানো করানো হয় তাঁকে। চলতি লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বড় ব্যবধানে হেরেছেন। শাসকশিবিরে থেকে গেলে কী হত, সেকথা এখন অতীত। তবে সৌগত রায়ের কথায়, 'অনেকেই ওঁকে দলে থাকতে বলেছিল। দলও বলেনি ছেড়ে যেতে।'  দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়। ভোটের রেজাল্ট বের হওয়ার সপ্তাহ দুয়েকে পর ফের তাপস রায়কে তোপ দাগলেন সৌগত রায় (Sougata Roy)। বললেন, 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস।'


'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস'


সৌগত রায় বলেন, 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস। হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক। তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত।' এরপরেই কটাক্ষ করে বলেন, মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল', নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের।


ভোটের আগে তৃণমূল ছেড়ে, বিজেপির প্রার্থী হন অর্জুনও 


প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে, এবার দল বদল করেন অর্জুন সিংহও।  জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। এদিকে সেই তালিকায় নিজের নাম না ঘোষণা হতেই ১৮০ ডিগ্রি ঘুরে বসেন অর্জুন সিং। ফিরে আসা ঠিক হয়নি বলেও জানান তিনি। এরপরেই তাঁকে দল ছাড়তে দেখা যায়। যোগ দেন ফের বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুনকে টিকিট দেয় বিজেপি। কিন্তু শেষ অবধি তিনি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে যান।


আরও পড়ুন, ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের


লোকসভা ভোটের ফলে বরানগর পুরসভার ৮টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব চাইলেন দমদমের সাংসদ সৌগত রায়। নির্বাচনে আপনাদের ওয়ার্ডে কেন পিছিয়ে পড়লাম, তার ব্যাখ্যা দিন, বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেন সৌগত। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। এবারের লোকসভা ভোটে বরানগর পুরসভার ৩৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পিছিয়ে রয়েছে ৮টিতে। এর মধ্যে রয়েছে 
চেয়ারপার্সন অপর্ণা মৌলিক ও ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসুর ওয়ার্ড। গতকাল বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্বধর্না সভায় দমদমের তৃণমূল সাংসদের প্রশ্নের মুখে পড়েন দলীয় কাউন্সিলররা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।