সোমনাথ মিত্র, হুগলি: পাণ্ডয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলেরই একাংশ। ঘটনায় গ্রেফতার ৪ তৃণমূল নেতা-কর্মী ( 4 TMC leader arrested)। অন্য়দিকে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
ভোটের পর, এবার কি তৃণমূলের রোষানালে তৃণমূলই? হুগলির পাণডুয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ৪ নেতা-কর্মী। আর এই ঘটনার পরই ফের একবার প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার হুগলির, পাণডুয়া ব্লকের তৃণমূল পরিচালিত হরাল দাসপুর পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলেরই অঞ্চল সভাপতি রাজা সরকার ও প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে।
হরাল দাসপুর পঞ্চায়েত তৃণমূল নেত্রী ও প্রধান করুণা ক্ষেত্রপাল বলেন,'আমি তৃণমূলের এর প্রধান। আমি ভাবিনি যে এই দল করলে আমার এই পরিণতি হবে । দলের লোকেরাই এসে মারার হুমকি দেবে! ভাঙচুর করবে। আমাকে প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলবে। রাজা সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা এসব করেছে। কারণ আমি স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাচ্ছি।' হরাল দাসপুর যুব তৃণমূল অঞ্চল সভাপতি আসিফ মল্লিক বলেন, 'রাতে বাড়িতে বসে ছিলাম। হঠাৎ করে বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর করে মারধর করে রাজা সরকার সহ অন্যান্যরা। পরিবারের লোকজন বাধা দিলে তাদের ও মারধর করা হয়। কারন আমরা পঞ্চায়েত টা স্বচ্ছভাবে চালাচ্ছি। এখন কাজের ওপেন টেন্ডার হয়। কোন দুর্নীতি হয় না । তাই এই হামলা হয়েছে।'
এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় পাণডুয়া থানায়। তারপর সোমবারই শেখ রুস্তম নামে এক তৃণমূল কর্মীকে গ্ৰেফতার করা হয়। এরপর মঙ্গলবার রাতে হরাল দাসপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি রাজা সরকার এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমান সহ তিনজনকে গ্ৰেফতার করে পাণ্ডুয়া থানার পুলিশ। হরাল দাসপুর তৃণমূল কংগ্রেস ধৃত অঞ্চল সভাপতি বলেন, 'টাকা পয়সা নিয়ে সমস্য়া। যা অভিযোগ সবটাই মিথ্য়ে।' পাণ্ডয়ায় তৃণমূল বনাম তৃণমূল। কটাক্ষ বিজেপির।
আরও পড়ুন, অনুব্রত ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে TMC, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শতাব্দীর
হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার , 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা। এলাকা দখলের লড়াই।' হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন,'বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আছে ঠিকই, কিন্তু কোনও রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে গন্ডগোল করা হয়নি।' সব মিলিয়ে এই ঘটনা ঘিরে পাণ্ডুয়ায় জোর বিতর্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।