কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট (Viral Post in Social Media) করা হচ্ছে। যাতে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় ভারতের পতাকার উপর দিয়ে গাড়ি চলছে। ভিডিয়োটি কেরলের (Kerala) দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। (আর্কাইভ লিঙ্ক)




ভিডিয়োতে দেখা যাচ্ছে যে অনেকেই পাকিস্তানের (Video from Pakistan) পতাকা ওড়াচ্ছে। এছাড়া ভিডিয়োতে এমন কয়েকটি অটো রিক্সা দেখা যাচ্ছে, যেটা সাধারণত কেরলে দেখা যায় না। 




এরপর, ভাইরাল ভিডিয়োর একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ২০২২ সালের ৬ জুন একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে ভিডিয়োটিকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছিল।


ভিডিয়োতে একটি গাড়ি দেখতে পাওয়া যায়, যার নম্বর প্লেটে লেখা রয়েছে “BFK 625”। তদন্ত করে আমরা জানতে পারি যে এই ধরনের নম্বর প্লেট পাকিস্তানের করাচিতে দেওয়া হয়।




ওই ভিডিয়োতে Sanam Boutique নামের একটি দোকানও দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে ইন্টারনেটে “Sanam Boutique Karachi” লিখে সার্চ করি এবং দোকানটি খুঁজেও পাই। এরপর Google Map-তে দেখতে পাওয়া ছবির সঙ্গে ভাইরাল ভিডিয়োর ছবির তুলনা করলে স্পষ্ট হয়ে যায় যে দুটো দোকান একই।




এছাড়া, ভিডিয়োতে দেখতে পাওয়া আশপাশের বাড়িগুলোর সঙ্গেও গুগল ম্যাপের দৃশ্য মিলিয়ে দেখা হয় এবং সেটা মিলেও যায়।




অবশেষে দেখা যায় যে, ২০২৩ সালের ১২ জুলাই PIB Fact Check-এর তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভাইরাল ভিডিয়োটি পুরোনো এবং সেটা কেরলের নয়।






সুতরাং প্রমাণিত হল যে, ভারতের জাতীয় পতাকাকে অপমান করার এই ভিডিয়োটি কেরলের নয়, বরং পাকিস্তানের। 



শক্তি কালেক্টিভের অংশ হিসেবে news checker-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নীতিশ-মমতা সাক্ষাৎ? ভাইরাল পুরনো ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট