ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে এবার জোর লড়াই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। কিন্তু দলের প্রার্থীকে ঘিরে অসন্তোষ রয়েছে বিজেপি-র অন্দরে। এতদিন গুঞ্জন শোনা গেলেও, এবার সেই অসন্তোষের ছবি এবার বাস্তব হয়ে ধরা দিল বীরভূমে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা গেল সেখানে। (Birbhum News)


আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছেন পিয়া সাহা। কিন্তু পিয়াকে নিয়ে আপত্তি রয়েছে গেরুয়া শিবিরের একাংশের মধ্যে, এমন দাবি উঠে আসছিল। সেই দাবি এবার বাস্তব হয়ে ধরা দিল কীর্ণাহারে। সেখানে পিয়ার বিরুদ্ধে একাধিক পোস্টার চোখে পড়ল। পিয়াকে পটানোর ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে। পিয়াকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না বলে লেখা হয়েছে পোস্টারগুলিতে। 'পিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও' ডাকও দেওয়া হয়েছে। (Piya Saha in Bolpur)


যে কীর্ণাহারে পিয়ার বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে, সেখানে বাড়ি বিজেপি-র বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের। ওই পোস্টার নিয়ে তাই বিতর্ক চরমে উঠেছে। যদিও সন্ন্যাসীর দাবি, তিনি ওই পোস্টার সম্পর্কে কিছু জানেন না। তাঁর বক্তব্য, "কে বা কারা ওই পোস্টার ঝুলিয়েছে জানি না আমি। তৃণমূল পোস্টার লাগিয়েছে কি না, জানি না তা-ও। প্রার্থী সরানো রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে।" (Bolpur BJP Candidate)


আরও পড়ুন: Sayantika Banerjee: তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানি সায়ন্তিকা, 'যোগাযোগ রাখছে বিজেপি', জানালেন অভিনেত্রী


এর আগেও বীরভূমে গেরুয়া শিবিরের সাংগঠনিক সমস্যার কথা প্রকাশ্যে চলে আসে। পিয়াকে বিজেপি প্রার্থী করার পর, তাঁকে দুর্বল, বহিরাগত বলে মন্তব্য করেন কেউ কেউ। রাজ্য বিজেপি-র এগজিকিউটিভ কমিটির সদস্য রামপ্রসাদ দাস বলেন, "এককথায় তৃণমূলকে ওয়াকওভার দেওয়া হল। বহিরাগত, দুর্বল প্রার্থী বিরাট ব্যবধানে নির্বাচনে হারবেন।"


তার পরই এই পোস্টার। বিজেপি-র তরফে পোস্টার টাঙানোর কথা স্বীকার করেননি কেউ। কেউ কেউ তৃণমূলের দিকে আঙুল তুললেও, গোটাটাই বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করছেন অনেকে। পোস্টার নিয়ে মাথা ঘামাতে নারাজ পিয়া। দল তাঁকে প্রার্থী করেছে, দলের জন্য সবটুকু দিয়ে লড়াউ করতে চান বলে জানিয়েছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে পিয়ার বিরুদ্ধে এই পোস্টার ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।