কলকাতা: এবার তৃণমূলের স্লোগানকে হাতিয়ার করে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। পুরুলিয়ায় নির্বাচনী সভা থেকে মোদি বলেন, "মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল।''


ভোটপ্রচারে তৃণমূলকে নিশানা মোদির: ভোটের প্রচারে আজ ফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, এই ৩ জেলায় ৩টি জনসভা রয়েছে তাঁর। প্রথম সভা পুরুলিয়া শহর লাগোয়া গাঙরা ময়দানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে। আর সেই সভা থেকে মনে করালেন তৃণমূলের স্লোগান। এদিন নরেন্দ্র মোদি বলেন, "তৃণমূল আর কংগ্রেসের ভোটব্যাঙ্ক নয় বলে আপনাদের পরোয়া করে না। তৃণমূল মা মাটি মানুষের রক্ষার কথা বলে ক্ষমতা এসেছে। এখন মা মাটি মানুষকেই ভক্ষণ করছে। সন্দেশখালিতে যে পাপ হয়েছে, বাংলার বোনেদের ভাবতে বাধ্য করেছে। SC ST দের মানুষ বলে মনে করে না। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মানুষকেই দোষী করছে। চরিত্র নিয়ে প্রশ্ন করছে। ভোট দিয়ে তৃণমূলকে ধ্বংস করবে বোনেরা।''          


২০১১ সালে ক্ষমতায় আসার আগে মা-মাটি-মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিল তৃণমূল। এবার তাকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে পুরুলিয়ার সভা থেকে শিক্ষা দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মোদি বলেন, "যে বাংলায় স্বরসতীর পুজো হয় সেখানে তৃণমূল শিক্ষাতেও চুরি করে। নিয়োগে যুবকের ভবিষ্যৎ নষ্ট করেছে। তৃণমূলকে পয়সা দিতে গিয়ে দেনায় ডুবেছে এই যুবকরা। গ্রামের স্কুলে আজ শিক্ষক নেই। ভবিষ্যতও চুরি করেছে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিজের চোখের সামনে এত নোট দেখিনি। চোর লুঠেরাদের এত টাকা। তৃণমূলের মন্ত্রী নেতাদের ঘরেও টাকা। ওরা দুর্নীতি করবে আর মোদিকে দোষারোপ করবে। ১৪, ১৯-এ বলেছিলাম আমি দুর্নীতিবাজদের ধরব। ২৪-এ বলছি এদের জেলের বাইরে থাকতে দেব না। ৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। লুঠের টাকা যাঁদের থেকে নিয়েছে তাঁদের ফেরানোর চেষ্টা করব। তার জন্য রাস্তা খুঁজছে মোদি।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: West Midnapore: চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ, দাসপুরে কাঠগড়ায় তৃণমূল