আবির দত্ত, কলকাতা: শেষ দফা ভোট শান্তিপূর্ণ করার উদ্দেশ্য়ে বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের (Kolkata Police)। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। পাশাপাশি ভোট চলাকালীন DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি।
বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের: কথায় আছে যার শেষ তার সব ভাল। ১ জুন লোকসভা ভোটের শেষ দফা। শান্তিপূর্ণ ভোটের জন্য় বিশেষ উদ্য়োগ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, মোট ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। প্রত্য়েকটি টিমে ৮ জন কেন্দ্রীয় জওয়ান এবং একজন করে কলকাতা পুলিশের আধিকারিক থাকবেন। কলকাতা পুলিশের প্রত্য়েকটি ডিভিশনে থাকবে ৩২ টি করে স্পেশাল QRT। শুধু ভাঙড়ে ডিভিশনেই থাকছে ৩৬টি টিম।
কোথায় কত বাহিনী?
শনিবার শেষ দফার নির্বাচনে মোট ৯টি আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার।সূত্রের খবর, ভোটের দিন শহর জুড়ে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যার মধ্য়ে ৭২টি টিম থাকবে নাইট পেট্রোলিংয়ের দায়িত্বে। এদিকে স্ট্রং রুমে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন যে কোনও জায়গা থেকে DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। পাশাপাশি, ভোটের আগের দিন সকাল ৬.৩০ থেকে শহরে টহল দেবে বাহিনী। ভোটের দিন ভোর ৫.৩০ থেকে EVM স্ট্রংরুমে পৌঁছনো পর্যন্ত তৎপর থাকবে এই টিম।
এদিকে লোকসভা নির্বাচন পর্বে আজই শেষ প্রচার। শেষ দফার ভোটের আগে বিকেট ৫টা পর্যন্ত করা যাবে প্রচার। তাই সময় নষ্ট করতে নারাজ শাসক বিরোধী কোনও পক্ষই। দক্ষিণ কলকাতাজুড়ে মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জোড়া রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে রোড শো ফলতায়। এরপর মহেশতলায় রোড শো করবেন অভিষেক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: রাজ্যে ৯ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে সপ্তম দফার নির্বাচন