কলকাতা: রাজ্যে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ১ জুন। শেষ দফায় বাংলার ৯ কেন্দ্রে ভোটের লড়াই (Lok Sabha Election 2024 Phase 7)। আর এই দফাতেই নির্বাচনী লড়াইয়ে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। শেষমেশ জয়ের হাসি কে হাসবেন তা বোঝা যাবে ৪ জুন ফল প্রকাশের দিন।
নজরে একাধিক কেন্দ্র: সূচি অনুযায়ী ১ জুন সকাল ৭টাতে শুরু হবে ভোটগ্রহণ। এই ৯ কেন্দ্রের মধ্যে রয়েছে, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। শেষ দফার নির্বাচন রাজ্যের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র।
দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় ওই কেন্দ্রে টিকিট পেয়েছেন তৃণমূল থেকে। বিজেপির টিকিটে দমদম থেকে প্রার্থী হয়েছেন শীলভদ্র দত্ত। আর সিপিএমের হয়ে লড়ছেন সুজন চক্রবর্তী। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদার। তাঁর প্রতিপক্ষ বিজেপির স্বপন মজুমদার এবং বামেদের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় (AIFB)। লোকসভা নির্বাচন ঘোষণার প্রায় মাস দুয়েক আগে থেকেই শিরোনামে সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার এই জনপদ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নরুল ইসলাম। বিজেপির টিকিটে লড়ছেন রেখা পাত্র। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। এই ৯টি আসনের মধ্যে ভোট রয়েছে ডায়মন্ডহারবারে। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ সিপিএমের প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস। যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপির টিকিটে লড়ছেন ডা. অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
এদিকে ষষ্ঠ দফার ভোটে বিরোধীদের অভিযোগ ছিল ক্যুইক রেসপন্স টিমের দেখা মেলেনি। তারপরই ১ জুন শেষ দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যার মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বারুইপুরে থাকছে ১৬০ কোম্পানি। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ জেলার আওয়ায় ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটকর্মীদের জন্য উদ্যোগ রেলের, বিশেষ ট্রেনের ব্যবস্থা শিয়ালদা শাখায়