সমীরণ পাল, বসিরহাট: ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে (BJP Candidate Rekha Patra) বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হল তাঁকে। উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনওক্রমে বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী।


রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ: বসিরহাটের খড়িডাঙায় বিজেপির দেওয়াল লিখনে রঙ ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বিজেপির এসসি মোর্চার সভাপতির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার আক্রান্ত নেতার সঙ্গে দেখা করতে বিজেপি প্রার্থী রেখা পাত্র গ্রামে পৌঁছতেই তুলকালাম বেধে যায়। তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। বচসা গড়ায় হাতাহাতিতে। লাঠি হাতে চলে মারধর।গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি।কোনওরকমে এলাকা ছাড়েন রেখা পাত্র। এরপর মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে গেলে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি প্রার্থী ও নেতা-কর্মীদের। পুলিশের সঙ্গে চলে বচসা। পরে ৬ বিজেপি নেতা থানায় গিয়ে অভিযোগ জানান। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ তুলে বসিরহাট-টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।


কী অভিযোগ বিজেপি প্রার্থীর?


এবিষয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, "আমরা চলে আসি যখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছয়, তাদের ওপর হামলা করে। আমাদের গাড়িতে ইট মারে। শুধুমাত্র যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনিই শুধু এটা করেছেন, ওঁর পরিবার এসে করেছে। অন্য কেউ আমাদের উপরে কোনও হাঙ্গামা করেননি।''


অন্যদিকে, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের কুসমিতে প্রচারের সময় দেখানো হয় কালো পতাকা। আজ সকালে চক ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বের হন অগ্নিমিত্রা পল। সেই সময়ই অগ্নিমিত্রা পলের প্রচার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ১০০ দিনের টাকা না পাওয়া নিয়ে বিজেপি প্রার্থীর বিক্ষোভ দেখান তাঁরা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া তথ্য! অয়ন শীলকে জেরা করল CBI