করুণাময় সিংহ, মালদা: আগামী শুক্রবার তৃতীয় দফার ভোটের আগে মালদায় গাড়ি থেকে উদ্ধার হল টাকা। নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল নগদ প্রায় ২ লক্ষ টাকা।
সোমবার বিকেলে নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার প্রায় নগদ দুই লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। তার দাবি তিনি এলআইসি এজেন্ট সেই টাকা জমা দিতে যাচ্ছিলেন।
গাড়ি আটকের পর ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। তবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ।মোট ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোন দল এভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। এলআইসি এজেন্টকে টাকা জমা দিতে যাচ্ছিলেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। নির্বাচন ঘোষণা হওয়ার পর এত টাকা নিয়ে বিজেপি নেতা কোথায় যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড।
আরও পড়ুন, আর ৪ দিনের কষ্ট ! তারপরই বৃষ্টি , প্রথমেই ভিজবে এই ৩ জেলা, জানিয়ে দিল আবহাওয়া অফিস
এদিকে, কিছুদিন আগে রিষড়ায় এসএসটি নাকায় আটক হয়েছিল তিন লক্ষ টাকা। নাকা তল্লাশিতে রিষড়া বাগখালে একটি চারচাকা গাড়িতে তল্লাসি চালিয়ে তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশ সত্তর টাকা আটক করেছিল নির্বাচন কমিশনের স্টাটিক সার্ভেলিয়ান টিম(এসএসটি)।
গাড়ি থেকে উদ্ধার হয় টাকা। টাকা সমেত গাড়িকে আটক করে রিষড়া থানার পুলিশ। ভগবান পাঠক নামে বাড়ি বিহারের বাসিন্দা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।টাকা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল সদুত্তর দিতে না পারায় আটক করা হয় টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে