সমীরণ পাল, ভাটপাড়া: ফের উত্তপ্ত হল ভাটপাড়া (Bhatpara)। দোল খেলাকে কেন্দ্র করে চলে তিন রাউন্ড গুলি। গুলি চলার ঘটনায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন অর্জুন সিংহ। এখনও পর্যন্ত মোট ২ জনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।          


পুলিশকে তীব্র ভর্ৎসনা অর্জুনের: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। কিন্তু অশান্তির ছবি সর্বত্র। রাজ্য়ে নির্বাচনী বিধি চলার মাঝেই ফের একবার উত্তপ্ত ভাটপাড়া। দোল খেলাকে কেন্দ্র করে তিন রাউন্ড গুলি চলে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২ জনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। দোল খেলাকে কেন্দ্র করে চলল গুলি। যা পুলিশকে তীব্র আক্রমণ করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। 


ঠিক কী অভিযোগ?


স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার অন্য় এলাকা থেকে কিছু যুবক আসেন রামনগর কলোনিতে। হুল্লোড়ের মাঝে জামা ছিঁড়ে যায় এক যুবকের। তারপরই শুরু হয় বচসা। এরপর লোক নিয়ে এসে হামলা চালানো হয় স্থানীয়দের ওপর। চালানো হয় গুলি। আর বিজেপিতে ফিরেই পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক অর্জুন। তিনি বলেন, “পুরো ব্য়ারাকপুরে পুলিশ শেষ হয়ে গেছে। ক্রিমিনালদের সুরক্ষা দেওয়া হয়। ফলে পুলিশের সংখ্য়া নেই। ক্রিমিনালদের ভয়ে যদি উর্দি থেকে কমে যায় তাহলে কী করে আইনের শাসন ঠিক থকবে?’’


শুধু তাই নয়, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককেও (Partha Bhowmick) নিশানা করেন অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “নাকা চেকিং কী জন্য়ে আছে জানেন? হেলমেট পরে আছে কিনা তাঁর থেকে ২০০, ৫০০ টাকা নিয়ে নেবে। ক্রিমিনালরা পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে সে দেখবেন রাতের বেলা ছাড়া পেয়ে যাচ্ছে। ওখান থেকে পার্থ ভৌমিক পুলিশ কমিশনারকে বলবে আর ও ছাড়া পেয়ে যাবে।’’ এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যান ব্যারাকপুর কমিশনারেটের (DC নর্থ) গণেশ বিশ্বাস। মোট ২ জনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি এবং হামলায় ব্যবহৃত ২টি বাইক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন, রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি