সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি: ভোটের (Loksabha Election 2024) প্রচারে সিঙ্গুর নিয়ে এবার প্রতিশ্রুতির কথা শোনা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গলায়।



সিঙ্গুর নিয়ে প্রতিশ্রুতি:
ব্যবধান ১৬টা বছরের। কিন্তু এখনও সমান প্রাসঙ্গিক সিঙ্গুর। লোকসভা ভোটের প্রচারে ফের উঠে আসছে শিল্পায়নের কথা। শুক্রবার জমি-আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরসহ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থীর দাবি, সিঙ্গুরে ফিরতে আগ্রহী টাটারা। ভোটপ্রচারে বেরিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, “একটাই মানুষের ভেতরে ক্ষোভ রয়েছে, যে সিঙ্গুরের শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছেন। এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি সিঙ্গুরে শিল্প করতে ব্যর্থ। আমরা কথা দিয়েছি, যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব। টাটা হান্ড্রেড পার্সেন্ট আগ্রহী আছে আবার সিঙ্গুরে। কারণ, পরিবেশগত দিক থেকে আমাদের বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। কিন্তু এই সিন্ডিকেটবাজি, তোলাবাজি, তৃণমূলের দুর্নীতির কারণে কেউ আসতে পারছে না।’’


একসময় রাজ্যের শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে সিঙ্গুরের নাম উঠে এসেছিল। বর্তমানে তা কার্যত পরিণত হয়েছে শিল্পের সমাধিতে। নির্বাচন পর্বে ফের একবার সামনে এল সেই সিঙ্গুরের প্রসঙ্গ। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। লোকসভা নির্বাচন লকেটের এই প্রতিশ্রুতির পরই কটাক্ষ করেছে প্রতিপক্ষ দুই দলই। রচনা বলেন, "আগে উনি আসুক। তারপর টাটা আসুক। তারপর আপনি ক্যামেরা নিয়ে আমার কাছে আসবেন। ৫ বছর আগে আনলেন না, হঠাৎ ৫ বছর পর এই লোকসভা ২০২৪-এ মনে পড়ল টাটার কথা? ৫ বছর আগে টাটার কথা মনে পড়ল না? টাটার স্বপ্ন দেখেছে বোধ হয় রাত্রিবেলা।'' দুই দলকে একসঙ্গে বিঁধেছে সিপিএম। মনোদীপ ঘোষ প্রার্থী বলেন, "টাটাকে সিঙ্গুুর থেকে তাড়ানোর ব্যাপারে, সেখানে তো বিজেপি নেতা রাজনাথ সিংহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, একই মঞ্চে। ফলে আগে সেই উত্তরটা তো দিতে হবে, যে তখন তাহলে তাড়ানোর যে ভূমিকা তারা পালন করেছিল, কী কারণে করেছিল। তারপর তো তৈরি করার কথা, টাটার সঙ্গে কথা বলার বিষয়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?