কলকাতা: আগামী ১ জুন শেষ দফায় লোকসভা নির্বাচন(Loksabha Election 2024)। সপ্তম দফায় মোট ৯টি কেন্দ্রে রয়েছে নির্বাচন। ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। ভোট কর্মীদের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।                 


Special Train Service: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ১লা জুন এবং ২রা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদা (সাউথ) বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 



  • নামখানা-শিয়ালদা স্পেশাল: ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদা পৌঁছবে।

  • ডায়মন্ড হারবার-শিয়ালদা স্পেশাল: ২ জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।                   

  • ক্যানিং - শিয়ালদা স্পেশাল: ২ জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে।


পূর্ব রেলের তরফে জানানো হয়েছে স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে। এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ EMU লোকাল ২ জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।


 





এদিকে এদিনই লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্য়ুত খালি লোকাল ট্রেনের কামরা। এর জেরে পূর্ব রেলের হাওড়া মেই লাইনে ব্য়াহত হয় ট্রেন চলাচল। সকাল সাতটা দশ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্য়াহত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। লাইনচ্যুত কামরা ট্রাকে তোলার কাজ শুরু হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Narendra Modi Interview: অভাব রয়েছে নেতৃত্বে, বাংলার উন্নতির জন্য কোন পথ বাতলালেন মোদি?