কলকাতা: এক দশক আগে স্লোগান দিয়েছিলেন--- 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'। এবার শেষ দফার লোকসভা ভোটের আগে, বাংলায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে তিনি বলেন, 'যে খেয়েছে, তার থেকে বের করব। আর যার খেয়েছে তাকে ফেরত দেব। এটা মোদির গ্যারান্টি।'
নতুন স্লোগান মোদির: বিরোধীরা যখন তাঁর দলকে দুর্নীতির ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে। ইডি-সিবিআইকে বিজেপির বিরোধীদের শেষ করার এজেন্সি বলে বলে ব্য়াঙ্গ করে তখন পাল্টা এবারের লোকসভা নির্বাচনের প্রচারে আগাগোড়া নিজের দুর্নীতি বিরোধী ভাবমূর্তি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের লাস্ট ল্য়াপে এসে দুর্নীতি ইস্য়ুতে ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। ইডি-র বাজেয়াপ্ত করা টাকা, চাকরিহারাদের কাছে ফেরানো যায় কিনা, সেব্য়াপারে ভাবনা চিন্তা করছেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার শেষ দফা ভোটের আগে, বাংলায় প্রচারে এসে, তা নিয়ে নতুন স্লোগানও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।
কী বলেন নরেন্দ্র মোদি?
এদিন অশোকনগরের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "১০ বছর আগে আমি গ্যারান্টি দিয়েছিলাম,গোটা দেশকে গ্যারান্টি দিয়েছিলাম, না খাব, না খেতে দেব। ১০ বছরে আমি কেন্দ্রীয় স্তরে কোনও দুর্নীতি হতে দিইনি। এবার মোদি গোটা দেশকে , বিশেষত পশ্চিমবঙ্গকে আরও একটা বড় গ্যারান্টি দিচ্ছে ,আগে আমি গ্যারান্টি দিয়েছিলাম না খাব, না খেতে দেব। এবার আমি গ্যারান্টি দিচ্ছি , যে খেয়েছে, তার থেকে বের করব। আর যার খেয়েছে তাকে ফেরত দেব। এটা মোদির গ্যারান্টি। তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকার পাহাড় বেরিয়েছে, এক, এক টাকার হিসেব হবে। যাঁর টাকা লুঠ হয়েছে তাঁকে কীভাবে টাকা ফেরত দেওয়া যায়, তার জন্য আইনি পথ তৈরি করছি আমি। এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজার কোটি টাকা, মানুষের থেকে লুঠ করা হয়েছিল এমন ১৭ হাজার কোটি টাকা আমি ফিরিয়ে দিয়েছি, বাংলাতেও আপনাদের লুঠ করা পয়সা, আপনারা যাতে ফেরত পান, সেই জন্য সর্বত ভাবে চেষ্টা করছি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ, মোদির নিশানায় কংগ্রেসও