কলকাতা : নদিয়ার রানাঘাট। রাণাঘাট লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আছে সেগুলি হল, রাণাঘাট উত্তর-পূর্ব, রাণাঘাট উত্তর-পশ্চিম, রাণঘাট দক্ষিণ, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ এবং চাকদা। এই সবকটি বিধানসভা কেন্দ্রই নদিয়া জেলার অন্তর্গত। গত ১০ বছরে বারবার রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গিয়েছে এই লোকসভা কেন্দ্রের। ২০২৪ এর ভোটে রানাঘাটের বিবিধ ইস্যুর মধ্যে যদি জিগ্যেস করা হয় কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ, তাতে অবশ্যই বিশেষজ্ঞরা বলবেন মতুয়া ভোট। 

ভোটের আগেই লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। মতুয়ারা যা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। একদিকে যেমন মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করার আশ্বাস দিয়ে ভোটবাক্স ভরাতে চাইছে বিজেপি, সেখানে CAA বিরোধিতাকে ইস্যু করেছে বাংলার শাসকদল তৃণমূল। একদিকে সিএএ-র সমর্থনে প্রচার করছে বিজেপি। অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রচার করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ ইস্যুতে কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়েছেন। 

  • আগামী ১৩ মে রানাঘাটে ভোট : এক নজরে এই কেন্দ্রের লড়াই 

  • ২০১৪-র নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল। সেবারে দ্বিতীয়স্থানে ছিলেন সিপিএম প্রার্থী অর্চনা বিশ্বাস। সেবছরে অর্চনা বিশ্বাসের চেয়ে ২ লক্ষ ১ হাজার ৩৩৬টি ভোট বেশি পেয়ে জিতেছিলেন তৃণমূলের তাপস মণ্ডল। ঠিক ৫ বছরে ঘাসফুলের জায়গায় পদ্মে মন সঁপে রানাঘাট।
  • ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাণাঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ৭ লক্ষ ৭৯ হাজার ৭৬৭টি ভোট পেয়েছিলেন তিনি। পরাজিত তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসের সঙ্গে তাঁর ভোটের ব্যাবধান ছিল প্রায় ২ লক্ষ ৩১ হাজার। এবারের নির্বাচনেও গতবারের বিজয়ী জগন্নাথ সরকারের উপরই ভরসা রেখেছে বিজেপি। 
  • রানাঘাটে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। ভোটের মুখেই তিনি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন রাজ্যের শাসক শিবিরে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছেন।  আর যোগ দিয়েই পুরস্কার স্বরূপ পেয়ে গিয়েছেন লোকসভা ভোটের টিকিট।
  • এই কেন্দ্রে বামেদের তরফে প্রার্থী হয়েছেন অলোকেশ দাস।    

    রানাঘাটে এবার হঠাৎই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় ঠিক লোকসভা ভোটের আগে। বিজেপি ও তৃণমূলের মধ্যে কাঁটা দিয়ে কাঁটা তোলার হিড়িক পড়ে যায়। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তাপস রায় প্রায় কামান দেগে বিজেপিতে চলে যাওয়ার পরই বিজেপির এক বিধায়ককে নিজেদের দলে টেনে নেয় তৃণমূল।  রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। নারীদিবসের প্রাক্কালে মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

    এই দলবদলের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিতেই সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত আক্রমণ করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ' আন্তর্জাতিক নারীদিবস পালনের জন্য তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি হাঁটছেন, সেই মুকুটমণি অধিকারীর স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিয়ের ১১ দিনের মাথায় এফআইআর করেছিলেন মুকুটমণির স্ত্রী।' সেই এফআইআরের কপিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী।  

    মুকুটমণিও যুতসই জবাব দেন প্রাক্তন দলের সিনিয়র লিডারকে। এভাবেই ভোটের আগে জমে উঠেছে রানাঘাটের রাজনীতি। তবে এক নজরে দেখে নেওয়া যাক গত ভোটগুলিতে কোন দল কেমন পারফর্ম করেছে রানাঘাটে । 

    এক নজরে ২০১৯ সালে রানাঘাট কেন্দ্রের ফল                                       

    ভোটার: 19,74,979

    পুরুষ ভোটার: 9,95,920

    মহিলা ভোটার: 9,78,994

    মোট ভোট: 14,84,035 (75.6%)

    বৈধ ভোট: 14,74,898 (74.7%)

    মার্জিন: 233,428 (15.7%)

    নোটা: 9,137 (0.5%)


    প্রার্থীর নাম ভোট ভোট শতাংশ দল  
    জগন্নাথ সরকার  783,253 52.8% বিজেপি জয়ী 
    রুপালি বিশ্বাস 549,825 37.0% তৃণমূল কংগ্রেস  
    বিশ্বাস রমা 97,771 6.6% সিপিআইএম  
    মিনতি বিশ্বাস  23,297 1.6% কংগ্রেস  


    এক নজরে ২০১৪ সালে রানাঘাট কেন্দ্রের ফল

    প্রার্থীর নাম ভোট ভোট শতাংশ দল  
     তাপস মণ্ডল 5,90,451 36.8 % তৃণমূল কংগ্রেস জয়ী 
     অর্চনা বিশ্বাস 3,88,684 24.2 % সিপিআইএম  
     ড. সুপ্রভাত বিশ্বাস 2,33,670 14.6 % বিজেপি  
     প্রতাপকান্তি রায়  92,218 5.8 % কংগ্রেস  
     
    রানাঘাটের গুরুত্বপূর্ণ  ইস্যু 
  • রাণাঘাট লোকসভা কেন্দ্রে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাও রয়েছে। গেদে সীমান্ত এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সবসময়ই একটি স্পর্শকাতর ইস্যু। চোরাচালান, অবৈধ পাচার, সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীদের আনাগোনা, এসব নিয়ে রানাঘাটবাসীর মাথাব্যথা আছে। এছাড়া এখানে সীমান্ত থেকে গত বছর  সাড়ে ৮ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছিল শুল্ক রাজস্ব দফতর। গ্রেফতার করা হয়েছিল দুই সোনা পাচারকারীকে।  

    রাণাঘাটের রণাঙ্গনে রাজনীতির হাওয়া  কোন ইস্যুতে কোন দিকে বইছে?  ভোটের ফলাফলই বলবে এই চাওয়া-পাওয়ার হিসেব, যা জানা যাবে ৪ জুন। 

    তথ্যসূত্র : https://www.indiavotes.com/
     

    আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

    আরও পড়ুন :                          
    কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?