কলকাতা : প্রথম দফা ভোট আগামী ১৯ এপ্রিল। তার আগে কোমর বেঁধে সারা রাজ্য চষে ফেলছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । জেলায় জেলায় গিয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলছেন কথা বলছেন তিনি। ভোকাল টনিকে সকলকে চাঙ্গা করার পাশাপাশি জেনে নিচ্ছেন জেলা থেকে জেলা, ব্লক থেকে ব্লক সমস্যার কথা। সোমবার দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে তমলুকে ( Tamluk) গিয়েছিলেন অভিষেক। এবার তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন দেবাংশু। 

 

২০০৯ এবং ২০১৪-য় এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৭ লক্ষ ২৪ হাজার ৪৩৩টি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৩৪ হাজার ২৬৮টি ভোট। সেই অর্থে দেখতে গেলে এই কেন্দ্র শুভেন্দুর শক্ত ঘাঁটি। 


অভিষেক তমলুকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে জানালেন, ‘তমলুকের ফলাফল একুশের তুলনায় ভালো হবে’। তিনি জানান, সোমবার তমলুক লোকসভা কেন্দ্রে নতুন ভাবে গঠিত নির্বাচনী কমিটির  সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলেন ব্লক স্তরের সব নেতাদের সঙ্গে। বিধায়কদের সঙ্গেও আলাদা ভাবে বসেন তিনি। প্রতিটি এলাকার  সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করা হয়েছে বলে জানান অভিষেক।  বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে জানান  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তাঁর বিশ্বাস, একুশের বিধানসভা নির্বাচনের থেকেও আসন্ন লোকসভা ভোটে তমলুকে আমরা অনেক ভালো ফল হবে। 

 

তমলুক , পাঁশকুড়া পূর্ব , ময়না , নন্দকুমার, মহিষাদল, হলদিয়া , নন্দীগ্রাম - এই ৭ টি কেন্দ্র নিয়ে গঠিত তমলুক লোকসভা কেন্দ্র। অভিষেকের ধারণা ২০২১ এর বিধানসভা ভোটে তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল যেমন ফল করেছিল, তার থেকে অনেক ভাল হবে লোকসভা ভোটে।      

 


 



মঙ্গলবার, কোচবিহারে প্রচারে যান অভিষেক। সেখান থেকে তিনি বিজেপিকে আক্রমণ করেন পদে পদে। বলেন, ' বিজেপির নেতারা টাকা বিলি করবে। আমি বলব নিয়ে নিন। ওই টাকা আপনাদের টাকা। ৫০০ দিলে বলবেন ১ হাজার চাই। আর বলবেন বিজেপিকে ভোট দেব। আপনার সঙ্গে ৫ বছর দুনম্বরি করেছে, আপনি একদিন করবেন। ৫ বছর আপনার সঙ্গে বেইমানি করেছে, আপনি একদিন করবেন। ঠ্যালায় না বলে বিড়াল গাছে ওঠে না। আমি অভিষেক বলে গেলাম টাকা নিয়ে নেবেন। বাড়িয়ে বলবেন বিজেপিকে ভোট দেব। বড় ফুল থেকে টাকা নেবেন, আর জোড়া ফুলকে ভোট দেবেন। '