অনির্বাণ বিশ্বাস, ঝাড়গ্রাম : নির্বাচনের দিন সকালে শান্তিপূর্ণই চলছিল ভোট। হঠাৎ এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় একটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে। ষষ্ঠ দফায় আজ জঙ্গলমহলে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি, ৫ জেলার ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০। এর মধ্যে ২ হাজার ৬৭৮টি স্পর্শকাতর বুথ রয়েছে। ভোটের আগে তৃণমূলে যোগ দেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ। বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রমের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের নাম উত্তম মাহাতো। তিনি কোনও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না বলেই পরিবারের দাবি। কাজের সূত্রে ছিলেন ঝাড়গ্রামের বাইরেই। তাঁর ফেরার কথাও জানত না পরিবার। অনুমান করা হচ্ছে, ভোট দেবেন বলেই আগের দিন গ্রামে ফিরেছিলেন তিনি। পুলিশের অনুমান, গ্রামে মদের আসরে যোগ দিয়েছিলেন উত্তম। আর সেখানেই বচসার ফলে খুন হয়ে থাকতে পারেন তিনি।
পরিবারের দাবি, পেশায় গাড়িচালক ওই ব্যক্তির সঙ্গে রাজনীতির যোগ ছিল না। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে খালি বোতল। মদের আসরে বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঝাড়গ্রামে খুনের ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ঝাড়গ্রামের রাজনৈতিক পাল্লা কোন দিকে ভারী ?
২০১৪-র লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জয়লাভ করেন তৃণমূলের উমা সোরেন। ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন কুনার হেমব্রম। প্রথমে তাঁকে জনজাতি মোর্চার জেলা সভাপতি করা হয়। ১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে ঝাড়গ্রাম আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। প্রথমবার বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেন কুনার হেমব্রম। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভাই দখল করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলের এই জেলায় খারাপ ফল হয়েছে বিজেপির। এবার বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম নাম লেখান ঘাসফুলে। এখন দেখার ঝাড়গ্রামের মানুষ কাকে বেছে নেন।
আরও পড়ুন :
রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।