ঋত্বিক প্রধান,  পূর্ব মেদিনীপুর: ভোটের আবহে বাংলার বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ। কোথাও ভোটপর্বের আগে , কোথাও ভোটের পরে আতঙ্কের ছবি উঠে আসছে। শুভেন্দু অধিকারীর জেলাতেই আক্রান্ত হলেন বিজেপি কর্মী  ! শুধু মারধর নয় , একেবারে কান কেটে নেওয়ার অভিযোগ উঠল। 


পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের সুব্রত বাগ সম্প্রতি বিজেপি-র সঙ্গে যুক্ত হন। আগে তিনি তৃণমূল করতেন বলেই দাবি স্থানীয়দের। দলবদলের কারণেই বিজেপি কর্মীর কান কেটে নেয় তৃণমূলের হার্মাদ বাহিনী, অভিযোগ পরিবারের।  সুব্রত বাগের ভাই  শুভঙ্কর বাগও আক্রান্ত। অভিযোগ, দুজনেরই হাত পা ভেঙে দেওয়া হয়েছে মেরে।  আহত দুই ভাইকে ভর্তি করা হয়েছে একটি সরকারি হাসপাতালে। 


 শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই-ই আগে শাসক দল তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন।  কিন্তু তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পুরনো দলে ক্ষোভ তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ স্থানীয় বাজার থেকে বাড়ি আসার পথে দুই ভাইয়ের পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ।  সঙ্গে ছিল আরও কয়েকজন। রীতিমতো দলবল নিয়েই চড়াও হয় তারা। দুই ভাইয়ের সঙ্গে বাদানুবাদ ও পরে মারধর শুরু হয়। তারপর অস্ত্র বের করে আক্রমণ চালানো হয়। অভিযোগ এক দুষ্কৃতী ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয়। তাঁর ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে।  হাত-পা ভেঙে যায় তাঁরও।


খবর পেয়ে, বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।  প্রাথমিক চিকিৎসার পর তাঁদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই নিয়ে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। 

বাড়ির সামনে কঙ্কাল, রান্নাঘরে আগুন


অন্যদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট-পরবর্তী হিংসার খবর পাওয়া গিয়েছে। বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী শম্ভু বারুইয়ের বাড়ির রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই ওয়ার্ডেই আরেক বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে ঝোলানো হল প্লাস্টিকের কঙ্কাল। দুটি ঘটনাই আজ ভোররাতের। দুটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের অভিযোগ, বোলপুর থানায় বিষয়টি জানালে IC চুপ থাকতে বলেন। যদিও তৃণমূলের দাবি, নিজেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। 


আরও পড়ুন :


আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?