বিশ্বজিৎ দাস , ঘাটাল : ঘাটালে লড়াইয়ের নয়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির। দুজনেই প্রচার সারছেন জোরকদমে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছেন না। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব। দেব আগেও ২ বার সাংসদ হয়েছেন। লোকসভা ভোটে জয়লাভ করে, কে 'সুপারহিট' হবেন, তা ঠিক করবে ঘাটালের মানুষ। কিন্তু তার আগে বিভিন্ন ইস্যুতে দুই তারকার বাকযুদ্ধ লেগেই আছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে সব থেকে বড় ইস্যু হল ঘাটাল মাস্টার প্ল্যান। 

Continues below advertisement

এবার ঘাটালের মানুষকে দেব বললেন, ' ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে তিনি দশবার জন্মাতে রাজি ' । ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী শুক্রবার ত্রিলোচন মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন। এরপর নির্বাচনী সভায় দেব বলেন, ' ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষের বেঁচে থাকার লড়াই। এতে তৃণমূল-বিজেপি-কংগ্রেস করে রাজনীতির রং লাগিয়ে কাজটাকে আটকাবেন না। '

অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ করতে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন ' যে কাজ ১০ বছরে করতে পারেননি, সেটা করতে যে দশ জন্ম লাগবে, সেটা নিজেই স্পষ্ট করে দিয়েছেন। ওখানে শুধু ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের দেওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে' 

Continues below advertisement

নির্বাচনের আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন দেব। তথন মুখ্যমন্ত্রী আষ্বাস দেন, রাজ্য সরকারের খরচে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। মঞ্চে দেবকে পাশে বসিয়ে আশ্বাস দেন, রাজ্য সরকার টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ' প্ল্য়ান তৈরি আছে।  আর তা বাস্তবায়িত হলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে, প্রোজেক্ট করা যায়নি। তাই কেন্দ্রের দিকে তাকিয়ে বসে না থেকে রাজ্য সরকার পরিকল্পনা তৈরি করে  ৩-৪ বছরের মধ্যে পরিকল্পনা রূপায়ন করার চেষ্টা করছে।  মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ভর করেই দেবের প্রচারে বারবার ঘুরে ফিরে আছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। এখন এই পরিকল্পনা সত্যি সত্যিই বার রূপায়িত হয় কিনা সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।