কলকাতা: মঙ্গলবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় ভোট পরবর্তী হিংসার (WB post poll violence) অভিযোগ শুনতে এসে দলীয় কর্মীদের বিক্ষোভ মুখে পড়তে হয়েছিল বিজেপির কেন্দ্রীয় টিমকে। রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের সামনেই নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় কর্মীদের একাংশ। পরে কেন্দ্রীয় টিম ফিরে যেতে দলের অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কমান্ড ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড়ে ঘটা এই ঘটনার জেরে বেজায় অস্বস্তিতে পড়তে হয় বঙ্গ বিজেপিকে (West Bengal BJP)। তারপরই দলবিরোধী কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে (Avijit Das) সাময়িক বরখাস্ত ও শোকজ করার কথা ঘোষণা করা হয়। এরপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন তিনি। পুরো বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত হতে পারে বলেও বিস্ফোরক দাবি করলেন। 


আরও পড়ুন: Kanchanjunga Accident: সাদা কাগজে সই করিয়েই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু, চাঞ্চল্যকর দাবি কাঞ্চনজঙ্ঘার আহত যাত্রীর


বুধবার দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের কাছে কীভাবে এসেছে তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "সাময়িক বরখাস্ত ও শোকজের বিষয়ে কিছুই জানি না আমি। তবে একটা জিনিস জানি সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে বরখাস্ত বা শোকজ করতে পারে না রাজ্য নেতৃত্ব। আমার প্রশ্ন হচ্ছে, দলের তরফে যদি এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েও থাকে তাহলে কীভাবে দলীয় নির্দেশের চিঠি প্রকাশ্যে এল? বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ডায়মন্ডহারবারে কীভাবে সাত লক্ষের বেশি ভোটে অভিষেক বন্দ্য়োপাধ্যায় জিতেছেন সেই তথ্য প্রকাশ্যে আনার জন্য যখন আমি কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেই সময়ে এগুলো আমাকে অপদস্থ করার চেষ্টা। সেই জন্যই দলের সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে হচ্ছে। এভাবে দলের গোপন নথি কেউ ফাঁস করলে অভিষেকের অঙ্গুলিহেলনে চলছেন তিনি। যাঁরা এই চিঠি প্রকাশ্যে এনেছেন, তাঁদের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে। আমাকে বরখাস্ত ও শোকজ করার বিষয়টিও অভিষেকের চক্রান্ত হতে পারে। ভাইপোর কয়লা, গরুপাচারের টাকা আমাদের কোনও দুষ্টচক্রের হাতে আসছে হয়তো।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jaldapara Hollong Bunglow Fire: পুড়ে ছাই হলং বন বাংলো, নেপথ্যে 'চক্রান্তের' গন্ধ পাচ্ছেন বনমন্ত্রী