পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: লোকসভা নির্বাচন (Loksabha elections 2024) পরবর্তী সময়ে শুধু বাঁকুড়া জেলাই নয় সারা রাজ্যে অল্পবিস্তর হিংসার ঘটনা (WB Post poll Violence) ঘটেছে। তৃণমূলের (TMC) বিরোধী দলগুলি যে সমস্ত এলাকায় বেশি ভোট পেয়েছে সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা বন্ধেরও অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। ভোট পরবর্তী হিংসার অভিযোগ পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে পশ্চিমবঙ্গে।


সেই প্রতিনিধি দলের পরিদর্শনের মাঝেই এবার নির্বাচন পরবর্তী হিংসা বন্ধে কড়া অবস্থান নিল তৃণমূল। বাঁকুড়ার ইন্দপুরে ভোটদাতাদের অভিনন্দন জানানোর কর্মসূচীতে হাজির হয়ে বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ তথা দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী দলের কর্মীদের হিংসা বন্ধের কড়া নির্দেশ দেন। 


আরও পড়ুন: Sougata On Tapas: রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস : সৌগত রায়


এপ্রসঙ্গে অরূপ চক্রবর্তী বলেন, "মানুষ বিরোধীদের পরাজিত করেছে। তারা মারা গেছে। তাদের উপর কোনওভাবেই অত্যাচার করা চলবে না। তাদের বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা বন্ধ করা চলবে না। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করে না"। একই সঙ্গে বিরোধীদের প্রতি তাঁর হুঁশিয়ারি, " কেউ আমাদের কর্মীদের উপর আঘাত হানার চেষ্টা করলে প্রতিরোধ ও প্রতিবাদ হবে। হামলাকারীদের রেয়াত করা হবে না"। 


পরে নিজের বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন, "বিরোধীদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে। অনেকেই এখন অনুশোচনা করছে। আমাদের দলের কর্মীদের অনেকের ক্ষোভ রয়েছে। কিন্তু, আমরা বলেছি কোনওরকম প্রতিহিংসা চলবে না। বাঁকুড়াতেও কোথাও কোথাও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বলেছি এই ধরনের কাজ চলবে না। তবে কেউ অন্যায়ভাবে আমাদের আঘাত হানলে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে।" 


তৃণমূল সাংসদের এই বক্তব্যকে দুমুখো নীতি বলে কটাক্ষ করেছেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বর্ষীয়ান এই বিজেপি নেতার দাবি, "তৃণমূল চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সতর্ক থাকতে বলে। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে তৃণমূলে শুভ বুদ্ধির উদয় হয়ে থাকলে তা ভালো।" 


আরও পড়ুন: Soumitra Khan: ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে নেতৃত্বের তলব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।