সৌমিত্র রায়, কলকাতা : দক্ষিণ হোক বা উত্তর কলকাতা, বাইপাসের সঙ্গে যোগাযোগের অন্যতম লাইফ লাইন মা উড়ালপুল। সেই উড়ালপুল প্রতিদিন কিছু সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেএমডিএ। রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য রাতে মা উড়ালপুল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল KMDA কর্তৃপক্ষ। তা দিনের একটি বিশেষ সময় এই উড়ালপুল দিয়ে গাড়ি চলেচল করতে পারবে না। ব্যবহার করতে হবে ফ্লাইওভারেরর নিচের রাস্তা। রেসকোর্সের দিক থেকে আসা গাড়িগুলিকে ও সল্টলেক বা পূর্ব কলকাতা থেকে আসা মা-ফ্লাইওভারমুখী গাড়িগুলিকে অন্য রুট দিয়ে ঘুরে যেতে হবে। এজেসি বোস রোড থেকে বিকল্প রুট ধরতে হবে।
কোন সময় বন্ধ থাকবে মা ফ্লাইওভার? মা উড়ালপুল নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। উড়ালপুলের এজেসি বোস রোডের দিক থেকে যে অংশ পার্ক সার্কাসের ওপর দিয়ে ইস্টার্ন বাইপাসের দিকে গেছে, সেই অংশ-সহ বাকি পূর্বমুখী উড়ালপুলে কাজ চলবে। এর জন্য আপাতত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। কাজ চলাকালীন উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলিকে।
বিকল্প পথ কী? কাজ চলাকালীন উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করা যাবে। এজেসি বোস উড়ালপুল, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, দরগা রোড, পিসি কানেক্টর হয়ে যানবাহনগুলি ই এম বাইপাসের দিকে যেতে হবে। রাতভর ফ্লাইওভার বন্ধ থাকায়, রাতের যাত্রীদের সমস্যার আশঙ্কা করা হচ্ছে। তবে রাতের দিকে রাস্তায় গাড়ির চাপ হাল্কা থাকায় ফ্লাইওভারের নিচের রাস্তা ধরলেও দ্রুতই যাতায়াত করা যেতে পারে। যাই হোক না কেন তবে মেরামতির কাজ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, জানিয়েছে কেএমডিএ।
গত বছরও কিছুদিন বন্ধ ছিল মা উড়ালপুলমা ফ্লাইওভারে রঙের কাজের জন্য গত বছরের মাঝামাঝি বেশ কিছুদিন রাতের বেলা এই সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। তখনও একই ভাবে বিকল্প পথ ব্যবহার করে চলছিল গাড়িগুলি। এবারও তাই হবে। এখন কাজ কবে শেষ হবে, সেই উত্তরের দিকেই তাকিয়ে শহরবাসী।
আরও পড়ুন :
একই গুরুর শিষ্য চ্যাম্পিয়ন দেয়াশিনী, অতনু ! কোন ম্যাজিকে সেরার শিরোপা, বলে দিলেন সেই মাস্টারমশাই