সমীরণ পাল, কলকাতা : হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাত ৯ টা ৪০ মিনিট  নাগাদ এসএসকেএমের (SSKM) উডবার্ন ব্লকে ভর্তি হন তিনি। ভর্তি হওয়ার পথে কামারহাটির (Kamarhati) বিধায়ক জানিয়েছেন তাঁর  ভোকাল কর্ডে (Vocal Cord) সমস্যা রয়েছে, পরশু অস্ত্রোপচার হবে বলেও জানান তিনি। মদন মিত্র বলেছেন, 'চিকিৎসকরা ফোন করে জানালেন গলার ভিতরে টিউমার রয়েছে, সেটা ছড়িয়ে গিয়েছে। গলায় বেশ ব্যথা হচ্ছে। জোরে চিৎকার করতে গেলে কাকের মতো আওয়াজ হচ্ছে। ভোকাল কর্ড-টা মনে হয় নষ্ট হয়ে গেছে।'


মদন মিত্র হুইলচেয়ারে বসে এসএসকেএমের উডবার্ন ব্লকে পৌঁছন। কামারহাটির বিধায়কের অসংখ্য অনুগামীও তাঁর সঙ্গে হাজির হয়েছিলেন হাসপাতালে। জানা গিয়েছে, অসুস্থ মদন মিত্রকে দেখতে ৮ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে. তারাই বুধবার কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার মদন মিত্রের গলায় অস্ত্রোপচার হবে কি না, তা নিয়েও আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। মদন মিত্রের গলায় ব্যথা ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসরা তাঁকে আগামী ১৫ দিন কথা কম বলতে বলেছেন বলেও জানিয়েছেন মদন মিত্র।



প্রসঙ্গত এদিনই তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। পাশাপাশি নাম না করে মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। বেরিয়ে যেতে চাইলে যেতে পারেন।' যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র জানান, 'পার্থ দা তো আমাকে গতকালই বলব। তবে ঠিক কী ভুল করছি সেটাই বুঝতে পারছি না। সেটা জানালে শুধরে নিতে সুবিধা হয়।'


যার উত্তরে চেনা মেজাজে মদন মিত্র বলেছিলেন, 'মদন মিত্রের নামের পিছনে একটা সিকান্দার আছে। জেতানোর সিকান্দার। আমি মদন মিত্র আমি ভাইরাস। কারণ মদন মান্ত্রা কাজ করে। আর কেউ কেউ চাইছে বটে তবে তাদের বলে রাখি আমি শুভেন্দু অধিকারী নই। বিজেপি জানে এই জগতে সব পাওয়া যেতে পারে, শুধু নির্ভীক সোজাসাপ্টা মদন মিত্রের শিরদাঁড়া বাদে। ভিখিরি হতে রাজি আছি। তবে রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না। শুভেন্দু অধিকারী হব না।'


আরও পড়ুন- ''ভিখিরি হতে রাজি আছি, রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না, শুভেন্দু হব না' বার্তা মদন মিত্রের