সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সৌগত রায়ের (Saugata Roy) সুরেই এবার বিজেপিকে (BJP) হুমকি মদন মিত্রর (Madan Mitra)। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বেলাগাম আক্রমণ কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়কের। গতকাল বেলঘরিয়ার (Belgharia) যতীনদাস নগরে রক্তদান শিবিরে (Blood Donation Camp) যোগ দিয়ে রীতিমতো হুমকির সুরে মদন মিত্র বলেন, আমি সৌগত রায়ের সঙ্গে একমত।             


মদন মিত্রের কথায়, "সবে জন্মাষ্টমী গেছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই উল্টোপাল্টা কথায় আর একটু ঝড় হলে, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিনতাল না একতাল না সোমে তাল না বেতাল সেটা আমি জানি না। তাল পড়বেই। কারণ তাল পেকে গেছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচা হয়নি।" কামারহাটির বিধায়ক এও বলেন, "বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের মারতে বলছি না।" বিরোধীদের হুমকি-বিতর্কে এভাবেই সৌগত রায়ের পাশে দাঁড়ালেন মদন মিত্র।                                                  



আরও পড়ুন, নিজেই চাকরি-প্রতারণার শিকার, চাকরি-বিক্রির অভিযোগে দাবি মারধরে আক্রান্ত তৃণমূল নেতার


এর আগে সৌগত রায় বলেন, "পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি।''