কলকাতা: সকালে বিস্ফোরক মন্তব্যের পর রাতেই ক্ষমা চাইলেন মদন মিত্র (Madan Mitra)। ফেসবুক লাইভে (Facebook Live) বললেন, তিনি লজ্জিত। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তুলনা।
ফেসবুক লাইভে এসে গতকাল রাতে মদন মিত্র বলেন, 'সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে আমার কাছে সবথেকে সুন্দর ও পবিত্র কে। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের নাম বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোঁটা। দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা বের করবে! আমি লজ্জিত।'
এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে তাঁর বাড়ি থেকেও তাঁকে 'ভর্ৎসনা' করা হয়েছে। তিনি বলেন, 'বাড়ি থেকে আমাকে বলেছে আমার রাজনীতি (Politics) ছেড়ে দেওয়া উচিত।'
ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, 'আমি অভিষেকের মধ্যে যেন হারিয়ে যাওয়া প্রিয়রঞ্জন দাশমুন্সিকে দেখতে পাচ্ছি। ওঁর অনেক কাজ প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো।'
শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও গতকাল ফের বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ভরা সভায় দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, 'ফেসবুকে সুব্রত বক্সী লিখেছেন মমতা ছাড়া কারও ছবি নয়। মমতা (Mamata Banerjee) ছাড়া আর কারও ছবি থাকবে না কেন? যারা যুব তৃণমূল করে, তারা তো অভিষেকের ছবি দেবেই। প্রতি মুহূর্তে দলে এত পরিবর্তন হচ্ছে।'
আরও পড়ুন: Madan Mitra Update: মদন মিত্রকে শো-কজ করল তৃণমূল
এরপরই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, 'আমি ফ্রি থাকলে শেলি, কিটস, রবীন্দ্রনাথ, শরত্চন্দ্রের লেখা পড়ি। আমি সৌগত রায়ের লেখা পড়ি না। আমার অভিষেকের মুখ ভাল লাগে। দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকের মুখই ভাল। বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোঁটা, কেউ সরু'।