নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফে খানিক স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় সংক্রমণ (covid 19 coronavirus cases) কমল। স্বস্তি দিয়ে অনেকটাই কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪ জন।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৮৯ শতাংশ। 


 







আরও পড়ুন: Rahul Gandhi on Twitter: সব রং মিলেমিশেই ভারত সুন্দর, যোগীর ‘কাশ্মীর-কেরল-বাংলা’ কটাক্ষের পাল্টা রাহুল


অন্যদিকে রাজ্যে এখনও আটশোর উপরেই করোনার (Corona) সংক্রমণ। রাজ্যে সরকারের বুলেটিন (WB Health Bulletine) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮১৭ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা (West Bengal Covid Update) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ৮ হাজার ৯৫০ জন। এ দিন রাজ্যে করোনায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৮০৫ জন। যা গত বুধবারের তুলনায় ৫৯০ জন কম।


আরও পড়ুন: Purba Burdwan Crime News : মত্ত যুবকদের বাধা দেওয়ায় বেধড়ক মারধর, কাটোয়ায় প্রাণ গেল প্রতিবাদী যুবকের


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজ্যে দৈনিক মৃতুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৩৩ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় একদিনে ৪ জনের মৃত্যুর পাশাপাশি ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।