কলকাতা: রুদ্রনীলের (Rudranil Ghosh) প্যারোডির পাল্টা জবাব দিলেন মদন মিত্র (Madan Mitra)। ছন্দের পর ছন্দ মিলিয়ে ফেসবুকে (Facebook) লিখলেন কবিতা। দিনকয়েক আগে ফেসবুকে একটি প্যারোডি পোস্ট করেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক রঙে মোড়া কবিতা 'অনুমাধব'- এ প্রতিটি অংশে নাম না করে কটাক্ষ করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার পাল্টা কবিতা লিখেই তার জবাব দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।


রুদ্রনীলকে কটাক্ষ মদন মিত্রর: 'রুদ্ধ নীলের আর্তনাদ'- লেখা ওই  কবিতার ছত্রে ছত্রে নাম না করে রুদ্রনীলের দিকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল নেতা। বিজেপিতে রুদ্রনীলের অবস্থার কথাও উল্লেখ করেছেন মদন মিত্র। মদন মিত্র রুদ্রনীলের উদ্দেশে লিখেছেন, “বিজেপিতে উপোস করে, হয়েছো খাল, সরি, শুকনো বিল, জল তোমার শুকিয়ে গেছে।‘’ কামারহাটির বিধায়ক আরও লিখেছেন, কাজও গেছে, লাজও গেছে, লেজ তো গেছে কবে।‘’ অভিনেতার ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নিয়েও, কটাক্ষ করেছেন মদন মিত্র। "নীলের উপোস কী যে কঠিন, মা বোনেরা জানে। তোমার উপোস মালের উপোস, বলো বিজেপির কানে ,কানে।'


 



 


গত সপ্তাহে বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করেন রুদ্রনীল। ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান। সেখান থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। বলেন, এক সময় পরিচালক-প্রযোজকদের অন্যতম পছন্দের অভিনেতা ছিলাম আমি। আজও মানুষের পছন্দের তালিকায় রয়েছি। কিন্তু ২০২১ সালের পর থেকে আজ প্রায় ১৬ মাস হয়ে গেল, মূলধারার পরিচিত পরিচালক-প্রযোজকরা আমাকে ছবিতে নিতে পারেন না।রাজনীতি তো আমার পেশা নয়, অভিনয়ই ভালবাসা এবং পেশা। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। দাঁতে দাঁত চেপে লড়াই করছি আমি। যাঁরা বিজেপি-তে এসেছিলেন, লড়াই করতে না পেরে অনেকেই ফিরে গিয়েছেন শাসক শিবিরে। সংবাদমাধ্যমের সামনে অনেক কথাই বলা যায় না। তাই শাসকদল (TMC) ঘনিষ্ঠ শিল্পী-বুদ্ধিজীবীরাও রামপুরহাট, আনিসকাণ্ড নিয়ে চুপ থাকেন।‘’


আরও পড়ুন:Nirbhaya's mother : 'ধর্ষণ নিয়ে এমন অসংবেদনশীল হলে মমতাকে মুখ্যমন্ত্রীর পদে মানায় না' তোপ নির্ভয়ার মায়ের