UP New Rule: দুপুরে খেতে গিয়ে অযথা সময় নষ্ট করছেন সরকারি কর্মীরা। যার ফল ভুগতে হচ্ছিল রাজ্যবাসীকে। উত্তরপ্রদেশবাসীর এই অভিযোগের ভিত্তিতেই এবার সরকারি কর্মীদের লাঞ্চ টাইমে রাশ টানলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Yogi curtails lunch break: যোগীর নতুন নির্দেশ, বাদ পড়লেন না কেউ
মঙ্গলবার টিম নাইনের মিটিংয়ে সরকারি কর্মীদের লাঞ্চ টাইম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''আমার কাছে সরকারি কর্মীদের অতিরিক্ত লাঞ্চ টাইমের বিষয়ে অভিযোগ এসেছে। অনেকেই বলেছেন, সরকারি অফিসে অতিরিক্ত লাঞ্চ টাইমের কারণে অফিসের কাজে ক্ষতি হচ্ছে। এবার থেকে কোনও সরকারি কর্মী ৩০ মিনিটের বেশি মধ্যাহ্ণভোজের জন্য নিতে পারবেন না।'' এই বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেন যোগী আদিত্যনাথ।
UP New Rule: কীসের জন্য নতুন নির্দেশ ?
ইউপির বিভিন্ন সরকারি অফিসে কান পাতলে শোনা যাবে, প্রায়শই লাঞ্চ টাইমের নামে বেরিয়ে আর দেখা মেলে না সরকারি আধিকারিকদের। রাজ্য এই রোগ নতুন কিছু নয়। অতীতেও একই পরিস্থিতির শিকার হয়েছে উত্তরপ্রদেশবাসী। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে দেড়টায় লাঞ্চ ব্রেকের নামে বেরিয়ে ৩.৩০ বা ৪টেতে অফিসে ঢোকেন সরকারি কর্মীরা।এমনকী অনেক বড় সরকারি আধিকারিক লাঞ্চ টাইমে বাড়ি চলে যান। পরে চারটের সময় অফিসে ঢোকেন তাঁরা।
Yogi curtails lunch break: যোগীর ওপর আস্থা
সম্প্রতি বিপুল সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের গদিতে বসেছে যোগী আদিত্যানাথ। ক্ষমতায় বসেই একশো দিনে দশ হাজার যুবককে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে যোগী আদিত্যনাথ লিখেছেন, '' আগামী একশো দিনের মধ্যে দশ হাজার চাকরি সরকারি দিতে হবে। রাজ্যের সব সার্ভিস সিলেকশন বোর্ডকে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।''
আরও পড়ুন: Lemon Stolen in UP: দাম আকাশছোঁয়া, চুরির তালিকায় উঠল লেবুও