কলকাতা : করোনা সংক্রমণ রুখতে সকাল ১০টার পর থেকে বন্ধ গ্যালিফ স্ট্রিটের পাখি বাজার (Gallif Street Pet Market)। প্রতি রবিবার বাগবাজারের কাছে গ্যালিফ স্ট্রিটে এই বাজার বসে। পোষ্য কিনতে রীতিমতো ভিড় জমে যায়। 


সংক্রমণ রুখতে আজ থেকে সকাল ১০টা পর্যন্ত বাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়। নির্দেশ অমান্য করে এরপরও বেচাকেনা চলায় বাজার সমিতির সদস্য ও শ্যামপুকুর থানার পুলিশ গিয়ে পাখি বাজার বন্ধ করে দেয়। 


রাজ্যের করোনা পরিস্থিতি (State Corona Situation) উদ্বেগজনকই। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজারের বেশি। এরই মধ‍্যে রাজ‍্য সরকার করোনা বিধি কিছুটা শিথিল করেছে। তবে, কিছু জায়গায় সংক্রমণ বেশি থাকায় স্থানীয় স্তরে আলোচনার ভিত্তিতে ছোট ছোট এলাকা বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হচ্ছে।


আরও পড়ুন ; জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দেগঙ্গায় বিধি নিষেধ জারি


এই তালিকায় রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। নো মাস্ক, নো সেল, করোনা মোকাবিলায় এই স্লোগানে ভর করেই প্রচারে নামে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এদিন ইংরেজবাজার শহরের বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়। মাস্ক না পরলে ক্রেতাদের পণ্য বিক্রি না করার নির্দেশ ব্যবসায়ীদের। দোকানে দোকানে লাগিয়ে দেওয়া হয় নো মাস্ক, নো সেল পোস্টার।


হুগলির সিঙ্গুরেও সংক্রমণের গ্রাফ নিয়ে চিন্তিত প্রশাসন। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগামীকাল, সোম ও মঙ্গলবার সিঙ্গুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।


এনিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে সিঙ্গুর বাজার সহ এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার করা হচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া এলাকার সমস্ত দোকানপাট, হাট-বাজার দু'দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে। এলাকার ব‍্যবসায়ীদের আগামী দুই দিন ব‍্যাবসা বন্ধ রাখার জন‍্য অনুরোধ করা হচ্ছে।