প্রকাশ সিনহা, কলকাতা :  শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,  জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়ার পর এবার  আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।  মদনের ছেলে স্বরূপ মিত্রকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।  সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কামারহাটির তৃণমূল বিধায়ককে সকাল সোওয়া ১১টা থেকে দুপুর সোওয়া ১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।  


সিবিআই সূত্রে খবর, নেতাজি ইন্ডোরে আইকোর সংস্থার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র। এ সংক্রান্ত একটি ভিডিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। আগেই মদন বলেন, যেখানে ডাকা হবে সেখানেই যাব । নেতাজি ইন্ডোরে আইকোরের অনুষ্ঠানে ছিলেন মদন। অনুষ্ঠানের ভিডিওতে তাঁর ছবি দেখা যায়। সেই ছবির সূত্র ধরেই মদনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। কেন গিয়েছিলেন, কে আমন্ত্রণ জানিয়েছিল?  আইকোর  কর্তা অনুকূল মাইতির সঙ্গে কতবার বৈঠক হয়েছে?  তিনি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন কিনা, ইত্যাদি প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। তাও জানতে চাওয়া হয়। করা হয় তাঁর বয়ান রেকর্ড  । 

আরও পড়ুন :


'ভবানীপুরে প্রচারে না আসায় ধন্যবাদ’, লকেটের উদ্দেশে কুণালের ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে


গত ২০ সেপ্টেম্বর, আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে CBI। খাদ্য ভবনে গিয়ে পৌনে ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যা জানতে চাওয়া হয়, বলেছি, দাবি  করেন মন্ত্রী। তার আগে ১৩ সেপ্টেম্বর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। চিটফান্ড নিয়ে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যা জানতে চেয়েছিল, সব জানিয়েছি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর দাবি, তাঁদের কাছে একটি ভিডিও ক্লিপ আছে। যেখানে দেখা যাচ্ছে, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তারই প্রেক্ষিতে এদিন CBI জানতে চায়, কেন আইকোরের অনুষ্ঠানে গেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? পরে পার্থ চট্টোপাধ্যায় জানান, 'আমার ভূমিকা শিল্প-তথ্য প্রযুক্তিতে জোয়ার আনা। যেহেতু শিল্পমন্ত্রী ছিলাম, শিল্পোদ্যোগের উদ্দেশ্য ছিল। জানতাম না চিটফাণ্ড। ওখানে গিয়ে যা বলার বলেছি। '