Madhyamik 2025: মাধ্যমিক শুরুর দিন মৌসুনিতে অন্য ছবি, নৌকা চড়ে নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা
Sundarban News: দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশ সুন্দরবনের মধ্যে পড়ে। সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন।

গৌতম মণ্ডল, মৌসুনি : আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দেখা গেল এক অন্য ছবি। মৌসুনি দ্বীপ থেকে নৌকা করে চিনাই নদী পেরিয়ে মূল ভূখণ্ডে পরীক্ষা দিতে যাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। মৌসুনি কো-অপারেটিভ স্কুলের সিট পড়েছে রাজনগর বিশম্ভর হাইস্কুলে। আর তাই বিচ্ছিন্ন মৌসুনি দ্বীপ থেকে দুর্গম নদী পার হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হচ্ছে মূল ভূখণ্ডে। তবে নিরাপদেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন তাঁরা।
দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশ সুন্দরবনের মধ্যে পড়ে। সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন। সুন্দরবনের মধ্যে রয়েছে কাকদ্বীপ মহকুমা। এর আওতায় রয়েছে সাগর, পাথরপ্রতিমা এবং নামখানা। এই তিনটি ব্লকের বেশ কিছু স্কুল রয়েছে একদম বিচ্ছিন্ন দ্বীপে। তার মধ্যে রয়েছে মৌসুনি। মৌসুনি কো-অপারেটিভ স্কুলের সিট পড়েছে রাজনগর বিশম্ভর হাইস্কুলে। মৌসুমি এবং ঘোড়ামারা দ্বীপের অনেক পরীক্ষার্থী, যাঁদের নামখানা কিংবা কাকদ্বীপে পরীক্ষার সিট পড়েছে তাঁদের অনেকেই গতকাল চলে এসেছেন মূল ভূ-খণ্ডে। কেউ ভাড়া করেছেন মেস। কেউ বা রয়েছেন আত্মীয়ের বাড়িতে।
তবে আজ সকালে দেখা গিয়েছে অন্য ছবি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ নৌকার। তাতে চড়েই মৌসুনি কো-অপারেটিভ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছেছেন রাজনগর বিশম্ভর হাইস্কুলে। চিনাই নদী পার করার জন্য বিশেষ মোটর বোটের ব্যবস্থা করেছেন মৌসুনির গ্রাম পঞ্চায়েত প্রধান মানসী ভট্টচার্য। তিনি নিজে উপস্থিত ছিলেন। এই বিশেষ মোটর বোটে চড়ে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা পৌঁছে গিয়েছেন পরীক্ষা কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনায় এবার ২০০টিরও বেশি কেন্দ্রে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী। এক লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। ৪৪ হাজার ছেলে পরীক্ষার্থী এবং ৫৬ হাজার মেয়ে পরীক্ষার্থী রয়েছেন।
আজ থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখে না পড়েন, সেজন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তায় পৌঁছনো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে ৬২ টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। তাই নিরাপত্তার খাতিরে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।























