কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025 Result)। পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। 

গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। পরীক্ষার ৭০দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে। ২ মে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পর্ষদ। ৯টা বেজে ৪৫ মিনিট থেকে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।

অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় ছিল পর্ষদের কড়া নজর। জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন ২৬৩টি স্কুলে পরীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে ছিলেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়। নিরাপত্তা জোরদার করা হয় পরীক্ষাকেন্দ্রগুলির। 

পরীক্ষার্থীদের জন্য জারি ছিল একাধিক নিয়মবিধিও। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়,

  • কোনওরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 
  • পরীক্ষা পর্বে কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল সহ অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
  • অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মনে করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া পর্যন্ত হতে পারে।
  • ফোন সহ  কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার সপক্ষে পরীক্ষার্থীদের থেকে কোনওরকম যুক্তি শোনা হবে না। 

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া এবং রেজাল্ট বেরোনোর এই পর্বের মধ্যেই SSC-র ২০১৬ পুরো প্য়ানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। যাঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার কাজে যুক্ত ছিলেন। গত কয়েকদিন ধরে পর্ষদ অফিসের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। ফলে ধন্দ ছিল কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। অবশেষে জানা গেল সেই দিন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI