কৃষ্ণমোহন খাঁড়া
সহকারি শিক্ষক
রামনগর এনবিপিসি হাই স্কুল, তারকেশ্বর


তারকেশ্বর: গত দুই বছর ধরে  করোনা ভাইরাস মানুষের জীবনের গতিকে মন্থর করে দিয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার উপরও অনেকটাই প্রভাব ফেলেছে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। কোভিড ভাইরাসের দাপটের মধ্যেই পড়ুয়াদের এই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে হয়েছে। ভাল করে পরীক্ষা দেওয়ার জন্য কয়েকটি বিষয়ে খেয়াল রাখতেই হবে।  সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আত্মবিশ্বাসই সেরা অস্ত্র।


পরীক্ষার হলে যেখানে খেয়াল
১. মাথা ঠান্ডা রেখে পরীক্ষাহলে ঢুকতে হবে, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস করতে হবে। 
২. প্রশ্নপত্র হাতে পেয়েই তাড়াহুড়ো করা চলবে না। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয়েছে। সেই সময়টা ব্যবহার করে নিতে হবে। ওই সময়ের মধ্যে প্রশ্নপত্র দেখে জানা প্রশ্নগুলো দাগ দিয়ে দিতে হবে। উত্তর দেওয়ার সময় সেগুলোই প্রথমে দিতে হবে।
৩. কোনও একটি প্রশ্নের উত্তর না মেলাতে পারলে চিন্তা করার প্রয়োজন নেই। প্রথমে একবার প্রশ্নটা খুঁটিয়ে পড়ে নিজের করা সমাধান একবার দেখতে হবে। যদি তাতেও কোনও সমস্যা চোখে না পড়ে, তাহলে পরের প্রশ্নে চলে যেতে হবে। সময় নষ্ট করার প্রয়োজন নেই। কিন্তু কোনওভাবেই উত্তর না মেলা অঙ্কটি কাটা যাবে না। কারণ, অঙ্কের ক্ষেত্রে প্রতিটি স্টেপের জন্য নম্বর বরাদ্দ থাকে।


কোন অঙ্কে কোথায় নজর


১. জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য এবং অতিরিক্ত প্রমাণ করার সময় ছবিটি অবশ্যই পেনসিলে আঁকতে হবে। তবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে পেনসিল ব্যবহার না করলেও চলবে।
২. সম্পাদ্য আঁকার সময়, কোনও দৈর্ঘ্যের মাপ নেওয়ার প্রয়োজন হলে তা স্কেল ব্যবহার করে প্রথমেই নিয়ে নিতে হবে। সম্পাদ্যের সব কাজ কম্পাসের সাহায্যে করতে হবে। স্কেলটা শুধুমাত্র লাইন টানার জন্য ব্যবহার হবে, মাপ নেওয়ার জন্য নয়।
৩. পরীক্ষার শেষদিকে পাঁচ থেকে দশ মিনিট সময় বরাদ্দ রাখতেই হবে। ওই সময়টা নিজের করা সমাধানগুলি আরও একবার দেখে নিতে হবে। যে উত্তর চাওয়া হয়েছে, সেটাই বের করা হয়েছে কিনা। অথবা প্রশ্নপত্রের কোনও প্রশ্ন বাদ পড়ে গেল কিনা, সেগুলি আরও একবার ভাল করে দেখে নিতে হবে। 


নজর স্বাস্থ্যেও


১. এর বাইরে আরও একটা জরুরি বিষয়, কোভিড বিধি মেনে পরীক্ষা দেওয়া। পরীক্ষাকেন্দ্রে ঠিকমতো মাস্ক পরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় রাখতে হবে স্যানিটাইজারও 
    
কোন কোন চ্যাপ্টারে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, তারই একটা নমুনা দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য়।











 


লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI