সুমন ঘরাই, হাওড়া : হাতির হানায় (Elephant Attack) পরীক্ষার্থীর মৃত্যুর পরেই ৮ দফা নির্দেশিকা বন দফতরের (Forest Department)। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য ব্যবস্থা। হাতি যেখানে বেরোয় সেই এলাকায় পুলিশ (Police) ও বনকর্মীদের পাহারায় জোর। আলাদা লক গেট, গাড়ি করে পরীক্ষার্থীদের নিয়ে আসা হবে, নির্দেশিকা বন দফতরের। এলাকায় সচেতনতা বাড়াতে ক্রমাগত মাইকে প্রচার। মাধ্যমিক (Madhyamik Exam 2023) ও উচ্চ মাধ্যমিক  (Uchha Madhyamik Exam 2023) দুই পরীক্ষাতেই থাকবে ব্যবস্থা। 


মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের এক পরীক্ষার্থীর। ঘন কুয়াশার জেরে দাঁতালের সামনে পড়ে যায় পড়ুয়া ও তাঁর বাবা। বাবা কোনওরকমে প্রাণে বাঁচলেও, পড়ুয়াকে আছড়ে মারে দাঁতাল। হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উত্তরবঙ্গ সফর থেকে এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান। আর মুখ্যমন্ত্রীর যে বার্তার পরই বন দফতরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রকাশ করা হয় একগুচ্ছ নির্দেশিকা। 


বন দফতরের পক্ষ থেকে নির্দেশিকায় (Forest Department Advisory) বলা হয়েছে পরীক্ষার্থীদের পারাপারের জন্য আলাদা লক গেটের ব্যবস্থা রাখতে হবে। গাড়ি করে পরীক্ষার্থীদের নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি যে সমস্ত এলাকায় হাতির হানার প্রকোপ বেশি, সেখানে পুলিশ ও বনকর্মীদের পাহারায় জোর বাড়াতে বার্তা দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায়।


প্রসঙ্গত, রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। মেন রোড ধরে গেলে প্রায় ১৫ কিলোমিটার বেশি ঘুরতে হবে। পরীক্ষার প্রথম দিন, যাতে কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি না হয়, তাই ছেলেকে নিয়ে মোটরবাইকে করে জঙ্গলের রাস্তা ধরে রওনা দেন বিষ্ণু দাস। জঙ্গলের রাস্তা তখন ঘন কুয়াশায় ঢাকা। তাতেই বিপত্তি বাধে। আচমকা একটি দাঁতালের সামনে পড়ে যান তাঁরা। বাবা কোনওরকমে প্রাণে বাঁচলেও, পড়ুয়াকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয় দাঁতালটি। পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে যাওয়ার পথে এভাবে মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক ঘটনার জেরে শোকের রেশ জলপাইগুড়িতে। যাতে এহেন ঘটনা এড়ানো যায় সেই জন্য উদ্যোগ বন দফতরের।


আরও পড়ুন- অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক, কড়া নজরদারিতে আজ শুরু মাধ্যমিক