কলকাতা: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই পরীক্ষা। এবার তার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেল। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দোরগোড়ায়। পরীক্ষা সংগম পোর্টালে তার আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল (CBSE Board Exam Admit Cards 2024)। পরীক্ষার্থীদের সিবিএসই-এর ওই নির্দিষ্ট পোর্টালে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।


কী কী তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে (Details on Admit Card) ?


অ্যাডমিট কার্ডের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রোল নম্বর, পরীক্ষার সেন্টার, পরীক্ষার নাম, মা-বাবার নাম, ক্যাটেগরি ও আইডি নম্বর লেখা থাকবে। এছাড়াও, কবে কোন পরীক্ষা রয়েছে, তার বিস্তারিত হদিশ থাকবে।


কীভাবে ডাউনলোড করবেন (How to Download CBSE Board Exam Admit Cards 2024) ?



  • প্রথমেই সিবিএসই অফিসিয়াল সাইটে যেতে হবে।

  • হোম পেজেই পরীক্ষা সংগম লিঙ্ক পাওয়া যাবে।

  • সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে।

  • সেই পেজে গিয়ে নিজের স্কুল সিলেক্ট করতে হবে।

  • এর পর প্রি এক্সাম অ্যাক্টিভিটিজ-এর একটি লিঙ্ক আসবে।

  • সেখানে গিয়ে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে।

  • এর পর সিবিএসই অ্যাডমিট কার্ড ২০২৪ লিখে একটি লিঙ্ক আসবে।

  • তাতে নিজর লগইন ডিটেলস দিতে হবে। 

  • সাবমিট করলেই নিজের অ্যাডমিট কার্ড দেখা যাবে স্ক্রিনে।

  • এবার সমস্ত ব্যক্তিগত তথ্য যাচাই করে নিতে হবে।

  • তথ্য যাচাইয়ের পর পেজটিকে ডাউনলোড করে নিতে হবে।

  • এর একটি হার্ড কপি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।


পরীক্ষার তারিখ (CBSE Board Exam 2024 Dates)



  • ক্লাস টেনের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হবে।

  • ক্লাস টুয়েলভের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ এপ্রিল শেষ হবে।


রেজাল্ট কবে ? (CBSE Board Exam 2024 Result Date)


গত বছর মে মাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষের রেজাল্ট প্রকাশিত হয়। এই বছরও তাই হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও এর তারিখ স্থির হয়নি।


পরীক্ষার আগে হাজিরা নিয়ে কড়াকড়ি


২০২৩-২৪ শিক্ষাবর্ষের আগে হাজিরা নিয়ে বেশ কড়া বিজ্ঞপ্তি জারি করেছিল সিবিএসই। গত বছরের অগস্ট মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় বোর্ড। তাতে বলা হয় পরীক্ষা দিতে বসার জন্য ৭৫ শতাংশ হাজিরা থাকতেই হবে। ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে পড়ুয়াদের ব্যক্তিগত সমস্যার দিকটি দেখে।


আরও পড়ুন - Indian Air Force Recruitment: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ করবে কেন্দ্র, কীভাবে আবদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI