সুদীপ্ত আচার্য, কলকাতা: আগামী বছরের মাধ্য়মিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য় মাধ্য়মিক ম্য়াজিক বক্সের উদ্বোধন হল (Madhyamik Magic Box)। বিশেষ এই পরীক্ষা প্রস্তুতির বক্স তৈরি করেছে অ্য়াডভান্স সোসাইটি ফর হেড মাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস। সরকারি স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের সংগঠনকে সাহায্য় করেছে লার্নিং অ্য়াপ টিউটোপিয়া। (Madhyamik Exams 2024)


আগামী বছরের মাধ্য়মিক পরীক্ষার্থীদের জন্য় এল ম্য়াজিক বক্স


ক্লাসরুমের বাইরে, হাতের কাছে একটু অন্য় ভাবে মাধ্য়মিক পরীক্ষার প্রস্তুতির সুযোগ। আগামী বছরের মাধ্য়মিক পরীক্ষার্থীদের জন্য় মাধ্য়মিক ম্য়াজিক বক্স নিয়ে এল অ্য়াডভান্স সোসাইটি ফর হেড মাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস। সরকারি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সংগঠনের উদ্য়োগে শনিবার মৌলালি যুবকেন্দ্রে উদ্বোধন হল এই বক্সের।

মাধ্য়মিকের সাতটি বিষয়ের বিষয় ভিত্তিক পাঠ ছাড়াও প্রত্য়েক বিষয়ে স্মার্ট নোট, এমসিকিউ এবং ৯৪টি অধ্য়ায় ভিত্তিক মোট ১০১টি মক টেস্ট সুযোগ পাওয়া যাবে এতে। প্রত্য়েকটি চ্য়াপ্টারের শেষে স্ক্র্যাচ কার্ড রয়েছে যা স্ক্র্যাচ করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে মিলবে অনলাইনে থ্রি-ডি ডাইমেনশনের পাঠ। এই বক্স তৈরি হয়েছে লার্নিং অ্য়াপ টিউটোপিয়ার সাহায্যে।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

মাধ্য়মিক ম্য়াজিক বক্সের দাম ৭ হাজার ৯৯৯ টাকা। তবে উদ্বোধনী অফার হিসেবে ৪ হাজার ৯৯৯ টাকায় এই বক্স পাবে ছাত্র-ছাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন দুঃস্থ মেধাবী পড়ুয়ার হাতে বিনামূল্য়ে এই বক্স তুলে দেওয়া হয়।


চার থেকে আট দিনের মধ্যে পড়ুয়ার কাছে পৌঁছে যাবে মাধ্য়মিক ম্য়াজিক বক্স

অফলাইন ও অনলাইন দুভাবেই পরীক্ষা প্রস্তুতির সুযোগ মিলবে। অনলাইনে বুকিং করা যাবে। হেল্পলাইনে ফোন করেও বুকিং করতে পারবে পড়ুয়ারা। বুকিংয়ের চার থেকে আট দিনের মধ্যে পড়ুয়ার কাছে পৌঁছে যাবে মাধ্য়মিক ম্য়াজিক বক্স। ভবিষ্য়তে উচ্চ মাধ্য়মিক এবং নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য়ও এই বক্স তৈরির পরিকল্পনা রয়েছে এই সংগঠনের।


আগামী বছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে বেশ খানিকটা। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। অন্য বছরের তুলনায় প্রায় তিন বছর এগিয়ে আনা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কেন এগিয়ে আনা হচ্ছে, তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি যদিও। তবে আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। নির্বাচন শুরু হওয়ার আগেই পরীক্ষা পর্ব মিটিয়ে নেওয়া লক্ষ্য বেল অনুমান শিক্ষক মহলের একাংশের।


Education Loan Information:

Calculate Education Loan EMI