Maha Ashtami 2021 Live Updates: বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার ধরার পরামর্শ পুলিশের

অষ্টমীতে অসুর হতে পারে আবহাওয়া। আজ থেকে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নবমীতে কলকাতায় হতে পারে বৃষ্টি।

abp ananda Last Updated: 14 Oct 2021 12:20 AM
WB News Live Updates: বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার ধরার পরামর্শ পুলিশের

বিমানবন্দরগামী যানবাহনকে চিংড়িঘাটা ফ্লাইওভার ও নিউটাউনের পথ ব্যবহারের পরামর্শ কলকাতা পুলিশের। 

West Bengal News Live: ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন

ভিড় ঠেকাতে হিমশিম, বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন। মণ্ডপ ফাঁকা করে দিল পুলিশ।

WB News Live Updates:স্মৃতির সরণি বেয়ে কয়েক দশক পিছিয়ে গেল হাতিবাগান সর্বজনীন

৬০ এর দশকে কেমন ছিল হাতিবাগান এলাকা? ৮৭ বছরের পুজোয় স্মৃতির সরণি বেয়ে কয়েক দশক পিছিয়ে গেল হাতিবাগান সর্বজনীন।

West Bengal News Live: মহাষ্টমীতে পুজোমণ্ডপ বদলে গেল পোস্টঅফিসে!

মহাষ্টমীতে পুজোমণ্ডপ বদলে গেল পোস্টঅফিসে! কীভাবে? তা জানতে হলে ঢুঁ মারতে হবে উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের পুজোয়।

WB News Live Updates: বাড়ির কুকুরকে রাস্তায় ঘোরানোকে কেন্দ্র করে বচসা, মারধরের অভিযোগ

বাড়ির কুকুরকে রাস্তায় ঘোরানোকে কেন্দ্র করে বচসা, বচসাকে কেন্দ্র করে মত্ত যুবকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারাসত আমবাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক পরিবারের আত্মীয় কুকুর নিয়ে বাইরে গেলে কয়েক জন যুবকের সঙ্গে বচসা হয়। অভিযোগ, সেই ঘটনার জেরে গতকাল গভীর রাতে মত্ত অবস্থায় বাড়িতে হামলা চালায় ওই যুবকেরা। মারধর করা হয় গৃহকর্তার আত্মীয় ও তাঁর স্ত্রীকে। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

West Bengal News Live: উত্সবের আলোয় ঝলমলে রাজ্য, রাস্তায় জনজোয়ার

শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বাড়তে পারে কাল থেকে। সব আশঙ্কাকে উড়িয়ে উত্সবের আলোয় ঝলমলে রাজ্য। রাস্তায় জনজোয়ার।

WB News Live Updates: নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোয় মণ্ডপের পরতে পরতে ফুটে উঠেছে চলমান জীবনের ছবি

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোয় মণ্ডপের পরতে পরতে ফুটে উঠেছে চলমান জীবনের ছবি।ফুটে উঠেছে দেশভাগের যন্ত্রণার কথা।  

West Bengal News Live: মাস্টারদা স্মৃতি সঙ্ঘের ৬৯-তম বর্ষের থিম-বিভ্রম

মাস্টারদা স্মৃতি সঙ্ঘের ৬৯-তম বর্ষের থিম-বিভ্রম। আধুনিক আট ফর্মের ছোঁয়ায় তৈরি করা হয়েছে অপটিক্যাল ইলিউশন যাতে ধাঁধিয়ে যাবে চোখ। রয়েছে মানানসই প্রতিমা।

WB News Live Updates: নলিন সরকার স্ট্রিটের পুজো এবার ৮৯ বছরে

নলিন সরকার স্ট্রিটের পুজো এবার ৮৯ বছরে। এবছরের ভাবনা, ‘ফিরিয়ে দাও তুলির টান।’ মণ্ডপসজ্জার পাশাপাশি নজর কেড়েছে প্রতিমাও।

West Bengal News Live: চক্রবেড়িয়া সর্বজনীনের এবারের থিম ‘অপরাজিতা’

চক্রবেড়িয়া সর্বজনীনের এবারের থিম ‘অপরাজিতা’। এবার এই পুজোর ৭৬ বছর। মণ্ডপের বাইরে অবিন্যস্ত চুলের নারীমূর্তি, ভেতরে শঙ্খের আদলে মণ্ডপ। দুর্গা প্রতিমা তামার তৈরি, উজ্জ্বল তার রূপ। 

WB News Live Updates: ম্যাডক্স স্কোয়ারে ঐতিহ্য মেনেই হল সন্ধ্যারতি

করোনা বিধি মেনেই এবারও ম্যাডক্স স্কোয়ারে উমা বন্দনা। ঐতিহ্য মেনেই হল সন্ধ্যারতি

West Bengal News Live: জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির পুজো  

কোচবিহারের শহরে ৫০০ বছরের পুরনো বড়দেবীর মন্দিরে অষ্টমী পুজো উপলক্ষে ভক্তদের ভিড়।  এক সময় কোচবিহার রাজপরিবার এই পুজোর প্রচলন করেছিল। এখানে দুর্গা পূজিত হন বড়দেবী রূপে।  অষ্টমীতে পশুবলির প্রচলন আছে।  তবে এই পুজোয় দুর্গার সঙ্গে কার্তিক গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না।  দুর্গার বাহন সিংহ ও চিতাবাঘ।  দেবী এখানে রক্তবর্ণা।  


 

WB News Live Updates: বীরভূমের সুরুলের সরকার বাড়িতে মহাষ্টমীর পুজো

বীরভূমের সুরুলের সরকার বাড়িতে মহাষ্টমীর পুজো।  একচালার সাবেকি প্রতিমা। ডাকের সাজে সজ্জিত।প্রতিমার গায়ের রঙ তপ্তকাঞ্চন। 
চালচিত্রে আঁকা শিব ও দুর্গার বিয়ের দৃশ্য!

West Bengal News Live: বেলুড় মঠে জমজমাট সন্ধ্যারতি, আলোর মালায় ভাসছে বিভিন্ন মণ্ডপ

 বেলুড় মঠে জমজমাট সন্ধ্যারতি। আরতি কলেজ স্কোয়ারেও। শ্রীভূমি, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সঙ্ঘে জনজোয়ার।

WB News Live Updates: বৃষ্টির সব আশঙ্কাকে উড়িয়ে সন্ধেয় উত্সবের আলোয় ঝলমলে রাজ্য

 বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বাড়তে পারে আগামীকাল থেকে। বৃষ্টির সব আশঙ্কাকে উড়িয়ে সন্ধেয় উত্সবের আলোয় ঝলমলে রাজ্য। 

West Bengal News Live: বালুরঘাটে বাড়ির কাছেই ময়ুখচক্র ক্লাবের পুজোমণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দিলেন সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাড়ির কাছেই ময়ুখচক্র ক্লাবের পুজোমণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বেলা ১২টা নাগাদ তিনি অঞ্জলি দেন। তারপর বেশ কিছুক্ষণ চলে মণ্ডপে বসে পরিচিতদের সঙ্গে আড্ডা।  এরপর জেলারই বিভিন্ন পুজো মণ্ডপে তাঁর যাওয়ার কথা। বিজেপির রাজ্য সভাপতি জানান, রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও থাকবে।  পুজোর সময় তিনি পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন।

WB News Live Updates: অষ্টমীতে কাঁথির নান্দনিক-এর পুজো মণ্ডপে অঞ্জলি শুভেন্দু অধিকারীর

আজ মহাষ্টমী৷ সাড়ম্বরে মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা৷ সকাল থেকেই অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় করেছেন ভক্তরা৷ ফুল, বেলপাতা সহযোগে দেবীকে মনের ইচ্ছা জানাতে মণ্ডপে ভিড় আট থেকে আশির। অষ্টমীতে অঞ্জলি দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকালে কাঁথির নান্দনিক-এর পুজো মণ্ডপে দেবী দুর্গাকে অঞ্জলি দেন তিনি।

West Bengal News Live: শোভাবাজার রাজবাড়িতে রীতি মেনে ভোগের আয়োজন

মহাষ্টমীতে শোভাবাজার রাজবাড়িতে রীতি মেনে ভোগের আয়োজন।

WB News Live Updates: নর্থ বম্বে দুর্গাপুজো সমিতির পুজোয় মা তনুজা, বোন তানিশা ও মেয়েকে নিয়ে সামিল কাজল

সপ্তমীর পর অষ্টমী। নর্থ বম্বে দুর্গাপুজো সমিতির পুজোয় সামিল কাজল। মা তনুজা, বোন তানিশা ও মেয়েকে নিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা মুখার্জি বাড়ির মেয়ে।

West Bengal News Live: চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজোয় বিষয় ভাবনা ‘প্রকৃতির মাঝে মা’

চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজোয় উঠে এসেছে আস্ত একটা আদিবাসী গ্রাম। ৭২তম বর্ষের দুর্গাপুজোর বিষয় ভাবনা ‘প্রকৃতির মাঝে মা’। তালপাতার গয়নায় সাজানো এখানকার প্রতিমা, সাজের সঙ্গে আছে আদিবাসী-রূপের ছোঁয়া। 

WB News Live Updates: ৫১২ বছরে পড়ল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো

রাজ আমলের সেই রাজাও নেই,রাজপাঠ ও নেই। কিন্ত সেই ৫১২ বছর আগের সেই সমস্ত রীতি মেনে এখনও হয়ে চলেছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। 
এবার পাঁচশো বারো বছরে পদর্পণ করল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। 

West Bengal News Live: আজ মহাষ্টমীতে প্রথা মেনে বিভিন্ন জায়গায় হল কুমারী পুজোও

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ সাড়ম্বর দেবী বন্দনা। বেলুড় থেকে বাগবাজার, প্রথা মেনে বিভিন্ন জায়গায় হল কুমারী পুজোও৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ। আর দু’দিন বাকি পুজোর। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

WB News Live Updates: কোচবিহার বড়দেবীর পুজোয় ভক্তদের ভিড়

কোচবিহারের শহরে ৫০০ বছরের পুরনো বড়দেবীর মন্দিরে অষ্টমী পুজো উপলক্ষে ভক্তদের ভিড়।  এক সময় কোচবিহার রাজপরিবার এই পুজোর প্রচলন করেছিল। এখানে দুর্গা পূজিত হন বড়দেবী রূপে।  অষ্টমীতে পশুবলির প্রচলন আছে।  তবে এই পুজোয় দুর্গার সঙ্গে কার্তিক গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না।  দুর্গার বাহন সিংহ ও চিতাবাঘ।  দেবী এখানে রক্তবর্ণা।

West Bengal News Live: নবমী ও দশমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীতে কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও, তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। নবমী ও দশমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বেশি বৃষ্টি উপকূলের জেলাগুলিতে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তার জেরেই বৃষ্টি হতে পারে পুজোয়। 


 

WB News Live Updates: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বীরভূমের মিরাটীর বাড়িতে হচ্ছে পুজো

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বীরভূমের মিরাটীর বাড়িতে আজ সকালে শুরু হয়েছে মহাষ্টমীর পুজো।  আগে প্রণব মুখোপাধ্যায় বাড়ির পুজোয় তন্ত্রধারক হতেন। এখন তাঁর অনুপস্থিতিতে পুরোহিতরা পুজো করছেন।   

West Bengal News Live: মহাষ্টমীর অঞ্জলি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাড়ির কাছেই ময়ুখচক্র ক্লাবের পুজোমণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বেলা ১২টা নাগাদ তিনি অঞ্জলি দেন। তারপর বেশ কিছুক্ষণ চলে মণ্ডপে বসে পরিচিতদের সঙ্গে আড্ডা।  এরপর জেলারই বিভিন্ন পুজো মণ্ডপে তাঁর যাওয়ার কথা। বিজেপির রাজ্য সভাপতি জানান, রাজনীতির পাশাপাশি সামাজিক কাজও থাকবে।  পুজোর সময় তিনি পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন।   

WB News Live Updates: কারুশিল্পে সেরা  ঠাকুরপুকুর এসবি পার্ক 

ঠাকুরপুকুর এসবি পার্কের পুজোর  বিষয় ভাবনা কারুসেবা।  বাংলার শোলা শিল্প দিয়েই প্রতিমা ও অলঙ্করণ করা হয়েছে।  শোলার কাজ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। ৫১ বছরের এই পুজোর হাতে উঠল কারুশিল্পে সেরার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান।    

West Bengal News Live: 'শিল্পবোধে সেরা' পুরস্কার দমদম তরুণদলের পুজো

দমদম তরুণদলের এবারের বিষয় ভাবনা সুর। পুজোর উদ্যোক্তাদের মতে, অসুর দমন করার থেকেও বেশি দরকার অসুরের অ বাদ দিয়ে সুরটাকে ধরা। কারণ, এই সুরই বাঁধতে পারে সকলকে। যে আসুরিক সময়ের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে মানুষকে, তার থেকে সুরে ফেরার বার্তা দেওয়া হয়েছে এই বিষয় ভাবনায়।  মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের বাঁশ।  ৪৪ বছরের এই পুজোই এবার শিল্পবোধে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল।

WB News Live Updates: মণ্ডপে মণ্ডপে চলছে মহাষ্টমীর পুজো

মণ্ডপে মণ্ডপে মহাষ্টমীর পুজো।  বেলুড়মঠ, বাগবাজার, শোভাবাজারে, পুজোর আরতি বাড়তি আকর্ষণ।  রীতি মেনে, শাস্ত্র মতে দেবীর আরাধনা।  

West Bengal News Live: মাতৃরূপে সেরা শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘ 

যাদবপুরের শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘের বিষয় ভাবনায় বাঁধের ওপর দেবীর আরাধনা।  নদীর পাড়ের বাসিন্দাদের কার্যত বছরভর থাকতে হয় প্রকৃতির মুখ চেয়ে। ঝড়, জল, দুর্যোগে বাঁধ ভাঙলেই বিপদ। জলে ভাসবে ঘর গেরস্থালী।  সেই বাঁধ নির্ভর যাঁদের জীবন, তাঁদের কথা মনে রেখেই শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘে বাঁধের ওপর পুজোর আয়োজন।  মাতৃরূপে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৪২ বছরের এই পুজো। 

WB News Live Updates: সম্প্রীতি ভাবনায় সেরা বোসপুকুর তালবাগান

বোসপুকুর তালবাগানের পুজো ৩০ বছরে পড়ল।  কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের বিষয় ভাবনা, ধরো হাল শক্ত হাতে। মণ্ডপের সামনে রাখা হয়েছে বড় একটি কাস্তে। এছাড়াও মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে খড়, কাস্তে, কোদাল।  সম্প্রীতিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল তালবাগানের পুজো।  

WB News Live Updates: বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে শুরু মহাষ্টমীর পুজো

বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে আজ সকালে হল মঙ্গলারতি।  এরপর শুরু হয়েছে মহাষ্টমীর পুজো।  সকাল ৯টায় হবে কুমারীপুজো।  বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে কোভিড বিধি মেনে এবার বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ। 

West Bengal News Live: ১০৩ বছরে পড়ল বাগবাজারের পুজো

বাগবাজার সর্বজনীনে মহাষ্টমীর পুজো। চিরাচরিত প্রথা মতো প্রতিমা এখানে সাবেকি। ১০৩ বছরে পড়ল বাগবাজারের পুজো।  পরাধীন ভারতে বাগবাজারের এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন অনেক বিপ্লবী। তখন থেকেই অস্টমীর দিন শরীরচর্চা, লাঠিখেলা থেকে শুরু করে নানা শারীরিক কসর‍তের মাধ্যমে দেবীকে অঞ্জলী দেওয়া হয়। বাগবাজার সর্বজনীনে এই বীরাষ্টমী আজ মাতৃ আরাধনার অঙ্গ।  

WB News Live Updates: মণ্ডপে মণ্ডপে সাড়ম্বরে চলছে দেবী বন্দনা

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে চলছে দেবী বন্দনা।  আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ।  আর দু’দিন বাকি পুজোর। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

West Bengal News Live: আজ মহাষ্টমী, হবে কুমারী পুজো

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলীর প্রস্তুতি। হবে কুমারী পুজো।

প্রেক্ষাপট

কলকাতা: আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলির প্রস্তুতি। হবে কুমারী পুজো। 


পুজোর মধ্যেই সুখবর। জরুরি ভিত্তিতে শিশু-কিশোরদের দেওয়া যাবে কোভ্যাক্সিন। ডিসিজিআইকে কমিটির সুপারিশ। চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা। 


অষ্টমীতে অসুর হতে পারে আবহাওয়া। আজ থেকে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নবমীতে কলকাতায় হতে পারে বৃষ্টি। 


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত আটশোর কাছে, ১০জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে উদ্বেগ রইল কলকাতায়। করোনার মধ্যেই পুজোর ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকরা। শিশুদের নিয়ে বাইরে না বেরোনার পরামর্শ। 


অনুভবে সেরা পুজোর সম্মান বোসপুকুর শীতলা মন্দিরের। সহমর্মিতায় সেরা নলিন সরকার স্ট্রিট। নান্দনিকতায় স্বীকৃতি কাশী বোস লেনের। 


মণ্ডপ সজ্জায় করোনা আবহে ঘরবন্দি জীবনের ছবি। অভিনবত্বে শারদ আনন্দ সম্মান বেলেঘাটা ৩৩ পল্লির। উপস্থাপনায় সেরা ভবানীপুর অবসর।


লোক সংস্কৃতি প্রয়োগে সেরা পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি। ইতিহাস চেতনায় উল্টোডাঙা বিধান সঙ্ঘ। সংস্কৃতি ভাবনায় কাঁকুড়গাছি যুবকবৃন্দকে স্বীকৃতি।


শিল্পবোধে সেরা কালীঘাট মিলন সঙ্ঘ। মণ্ডপের জায়গায় বিশাল দর্পণ। বর্ণবৈচিত্রে সেরা লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘ। হস্তশিল্পে সেরা ভবানীপুরের অগ্রদূত উদয় সঙ্ঘ।


মহাকাব্যের পুষ্পকরথ থেকে কেমন দেখাত পৃথিবী? উড়ন্ত পাখির চোখে উৎসবমুখর তিলোত্তমা। এবিপি আনন্দে আকাশপথে পুজো,দিনভর।


মুম্বইয়ে পারিবারিক পুজোয় কাজল। দুবাই থেকে জার্মানি, কানাডা, ওয়াশিংটন ডিসি, ডেনমার্কেও উমা বন্দনায় প্রবাসী বাঙালিরা। 


করোনা পরিস্থিতির মধ্যে পুজোর আয়োজন। সতর্কতা মেনে মাতৃবন্দনার আয়োজনের জন্য ২০টি পুজো কমিটি পেল এবিপি আনন্দ সুরক্ষা পুরস্কার। 


গোর্খা-সমস্যা নিয়ে শাহর বৈঠকের দিনই ফের রাজ্য-রাজভবন সংঘাত। পাহাড়ে আমলাতন্ত্রের অভিযোগে সরব রাজ্যপাল। দিল্লির নির্দেশে কথা বলছেন, পাল্টা তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.